Malaika Arora: অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর নয়া সম্পর্কে জড়ালেন মালাইকা অরোরা? জোর গুঞ্জন
অপরিচিত ওই ব্যক্তিকে নিয়ে মাল্লা কোনও মন্তব্য না করলেও, অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রীর জীবনে অন্য কেউ এসেছেন বলে মনে করেন অনেকে। যদিও মালাইকা কোনও মন্তব্য করেননি এ বিষয়ে। ফলে রহস্যময় ব্যক্তিরও পরিচয় মেলেনি কোনওভাবে।
মুম্বই, ১৮ জুলাই: অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গে মালাইকার অরোরার (Malaika Arora) বিচ্ছেদে নিয়ে জোর জল্পনা শুরু হয় বেশ কয়েক মাস ধরে। যা নিয়ে পেজ থ্রির পাতায় আলোচনা অব্যাহত। অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা যেমন মুখ খুলছেন না, তেমনি অভিনেতাও রয়েছেন চুপ করে। তবে বিচ্ছেদের পর অর্জুনের জীবন যেমন থেমে নেই, মালাইকাও এগিয়ে গিয়েছেন। সম্প্রতি মালাইকা ছুটি কাটাতে গিয়েছেন সমুদ্র সৈকতে। সেখান থেকে এক রহস্যময় ব্যক্তির ছবি শেয়ার করেন।
অপরিচিত ওই ব্যক্তিকে নিয়ে মাল্লা কোনও মন্তব্য না করলেও, অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রীর জীবনে অন্য কেউ এসেছেন বলে মনে করেন অনেকে। যদিও মালাইকা কোনও মন্তব্য করেননি এ বিষয়ে। ফলে রহস্যময় ব্যক্তিরও পরিচয় মেলেনি কোনওভাবে।
প্রসঙ্গত পরপর কয়েক দশক ধরে সংসারের পর আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকা অরোরার। ছেলে আরহানের জন্য আরবাজ (Arbaaz Khan), মালাইকা এখনও বন্ধু হিসেবে একে অপরের সঙ্গে সদ্ভাব বজায় রেখেছেন বলে জানা যায়। মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর আরবাজ সুরহা খানকে বিয়ে করলেও, মালাইকাকে সাতপাকে বাঁধা পড়তে দেখা যায়নি এখনও পর্যন্ত।