Jiah Khan: দশক ঘুরে আজ জিয়া খান মৃত্যু রহস্যের পর্দা উন্মোচন সিবিআই আদালতের, দীর্ঘ তদন্তে সুরজই কি বিচারের কিরণ!
মুম্বই, ২৮ এপ্রিল: ২০১৩ সালের ৩ জুন, সবার চোখে জল এনে দিয়ে দুনিয়া ছাড়েন বলিউড অভিনেত্রী জিয়া খান (Jiah Khan)। মুম্বইয়ের একে ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থা মিলেছিল ২৫ বছরের জিয়ার দেহ। দেখতে দেখতে দশটা বছর হতে চলল। এর মধ্যে জিয়ার মৃত্যুর রহস্য নিয়ে কম জলঘোলা হয়নি। অনেকের নাম জড়ায় জিয়া ইস্যুতে। সবচেয়ে বেশী করে আসে বলিউডের তারকা অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজের নাম। জিয়ার বয়ফ্রেন্ড সুরজ পাঞ্চোলিই (Sooraj Pancholi) তাঁকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছিলেন বা মৃত্যুতে ভূমিকা নিয়েছিলেন বলে বিস্ফোরক অভিযোগ উঠেছিল।
জিয়ার আত্মহত্যায় জড়িত থাকার অভিযোগে মুম্বইয়ের জেলে বন্দিও করা হয় সুরজকে। তবে সুরজ পরে ছাড়া পেয়ে যান। এবার জিয়া হত্যারহস্যে দীর্ঘ ১০ বছর পর রায় শোনাতে চলেছে সিবিআইয়ের বিশেষ আদালত। সবার নজরে সুরজ পাঞ্চোলি। আরও পড়ুন-Neeraj Chopra: সাক্ষীদের পাশে দাঁড়িয়ে বড় কথা বললেন নীরজ চোপড়া, পিটি ঊষার মন্তব্যের ঘুরিয়ে বিরোধিতা অলিম্পিক সোনাজয়ীর
দেখুন টুইট
সুরজকে কি দোষী সাব্যস্ত কবে আদালত? জিয়া হত্যায় নতুন কোনও দিক উঠে আসবে কি? সবার নজর সেদিকেই।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৩ জুন মুম্বইয়ের জুহুর ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে মৃত অবস্থায় দেখা য়ায় অভিনেত্রী জিয়া খানকে। জিয়া আত্মহত্যা করতে পারে না। এমন দাবিতে অভিনেতা সূরজ পাঞ্চোলির বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করেন জিয়া খানের মা রাবিয়া খান। যা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়।