Malayalam Actress Assault Case: অভিনেত্রী বানানোর প্রলোভন দেখিয়ে বন্ধ ঘরের মধ্যে যৌন হেনস্থা, অভিযোগ জনপ্রিয় প্র
এক উঠতি অভিনেত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল মালায়লাম সিনেমার বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক সিদ্দিকির বিরুদ্ধে। এমনিতে মালয়ালাম ইন্ডাস্ট্রিতে সিদ্দিকি যথেষ্ট প্রভাবশালী, সেই তার বিরুদ্ধে ধর্ষণ ও হুমকির অভিযোগ তুললে তরুণ অভিনেত্রী রেভাতি সম্পথ।
এক উঠতি অভিনেত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল মালায়লাম সিনেমার বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক সিদ্দিকির (Siddique) বিরুদ্ধে। এমনিতে মালয়ালাম ইন্ডাস্ট্রিতে সিদ্দিকি যথেষ্ট প্রভাবশালী, সেই তার বিরুদ্ধে ধর্ষণ ও হুমকির অভিযোগ তুললে তরুণ অভিনেত্রী রেভাতি সম্পথ (Revathy Sampath)। রেভাতির অভিযোগ, "বেশ কয়েকবছর আগে যখন তিনি ক্লাস ১২-এ পড়তেন, তখন তাঁর কাছে অভিনেত্রী হওয়ার সুযোগ এসেছিল। আর সেটা এসেছিল সিদ্দিকির তরফ থেকে। তিনি একটি ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে যোগাযোগ করেছিলেন। প্রায় বছর দুয়েক ধরে মেসেজের মাধ্যমে আমাদের যোগাযোগ হয় এবং উনি আমায় মেয়ে বলে সম্মোধন করত এবং আমিও তাঁকে সিদ্দিকি কাকু বলে সম্মোধন করতাম। উনি জানতে পেরেছিলেন আমি অভিনয় করতে ভালোবাসি, তাই আমাকে অভিনেত্রী বানানোর প্রস্তাব দিয়েছিলেন"।
এরপর নির্যাতিতা অভিনেত্রী বলেন, "একদিন আমাকে একটি সিনেমার প্রিভিউতে আমন্ত্রণ করেছিলেন সিদ্দিকি। আমি আমার মা-বাবাকে নিয়ে যাই। প্রথমে আমরা সকলে একটি সিনেমা দেখি তারপর সেখান থেকে বেরোনোর পর আমাকে কাজ দিতে চান বলে ব্যক্তিগতভাবে কথাবার্তার জন্য ডাকেন সে। আমি বাবা-মাকে চলে যেতে বলি। তারপর আমায় একটি ঘরে বসতে বলা হয়। কিছুক্ষণ বাদে সেই ঘরে সিদ্দিকি আসেন এবং সবকিছু লক করে দেন। কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর আমায় ছোঁয়ার চেষ্টা করেন সিদ্দিকি। আমি বুঝতে পারি আমার সঙ্গে খারাপ কিছু হতে যাচ্ছে"।
রেভাতির অভিযোগ, আমি বেরোনোর চেষ্টা করি কিন্তু বেরোতে পারিনি। সিদ্দিকি আমার শরীরের বিভিন্ন জায়গায় হাত দেন। আমায় হেনস্থা করেন। তারপর কিছুক্ষণ বাদে ঘরবন্দি রেখে সিদ্দিকি একটি সাংবাদিক সম্মেলনে যোগ দেন। তারপর সেখান থেকে এসে আমায় ধর্ষণ করেন। আমি চিৎকার করি, কিন্তু কেউ শুনতে পায়নি। এরপর সে আমায় মুখ বন্ধ রাখার হুমকি দেন। এমনকী তাঁর সঙ্গে যতগুলো সিনেমা করব সেই সিনেমার বদলে তাঁর সঙ্গে শুতে হবে এমনও হুমকি দেওয়া হয়। আমি কোনওমতে ওই জায়গা ছেড়ে পালিয়ে যাই। তখন আমি ছোটো ছিলাম, ভয়ে কিছু বলতে পারিনি। মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ি।