Mithun Chakraborty's First Wife Helena Luke Dies: প্রয়াত মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক, আমেরিকার বাড়িতেই শেষ নিঃশ্বাস এক সময়ের অভিনেত্রীর

মিঠুনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেও, হেলেনার সংসার অভিনেতার সঙ্গে টেকেনি। বিয়ের মাত্র ৪ মাসের মাথায় মিঠুন চক্রবর্তী এবং হেলেনা লিউকের বিচ্ছেদ হয়ে যায়। দো গুলাব, আও প্যার করে, ভাই আখের বাই হোতা হে-র মত একাধিক ছবিতে অভিনয় করেন হেলেনা।

Mithun Chakraborty (Photo Credits: X)

মুম্বই, ৪ নভেম্বর: চলে গেলেন মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty's First Wife) প্রথম (প্রাক্তন) স্ত্রী হেলেনা লিউক (Helena Luke )। রবিবার আমেরিকায় (America) প্রয়াত হন বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা। রিপোর্টে প্রকাশ, রবিবার সকাল ৯.২০ মিনিটে প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতার প্রথম স্ত্রী হেলেনা লিউক। ১৯৭০-১৯৮০ এর দশকে হেলেনা লিউক মডেল অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন। ১৯৭৯ সালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে হেলেনা লিউকের বিয়ে হয়। মিঠুনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেও, হেলেনার সংসার অভিনেতার সঙ্গে টেকেনি। বিয়ের মাত্র ৪ মাসের মাথায় মিঠুন চক্রবর্তী এবং হেলেনা লিউকের বিচ্ছেদ হয়ে যায়। দো গুলাব, আও প্যার করে, ভাই আখের বাই হোতা হে-র মত একাধিক ছবিতে অভিনয় করেন হেলেনা।

প্রয়াত  মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক...

 

View this post on Instagram

 

মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর বলিউড থেকে হেলেনা লিউক সরে যান বলে শোনা যায়। এরপর আমেরিকায় বসবাস শুরু করেন তিনি। ডেল্টা এয়ারলাইনসেও হেলেনা লিউক কর্মরত ছিলেন বলে জানা যায়।



@endif