Jawan OTT Release Date: বক্স অফিসে সুনামির মাঝে যত টাকায় জওয়ানের ওটিটি স্বত্ব কিনল নেটফ্লিক্স
ভারতীয় সিনেমায় বক্স অফিসের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে শাহরুখ খানের 'জওয়ান'। পাঠন-এর মহাসাফল্য়কে ছাপিয়ে বক্স অফিসে বলিউড সিনেমার নয়া এভারেস্ট গড়েছে 'জওয়ান'।
সুনামি বললেও হয়তো কম বলা হবে। ভারতীয় সিনেমায় বক্স অফিসের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে শাহরুখ খানের 'জওয়ান'। পাঠন-এর মহাসাফল্য়কে ছাপিয়ে বক্স অফিসে বলিউড সিনেমার নয়া এভারেস্ট গড়েছে 'জওয়ান'। রেকর্ড অগ্রিম বুকিং থেকে প্রথম সপ্তাহের কালেকশন-সব কিছুতেই সব কিছুতেই জওয়ান-এর রেকর্ড গড়া হয়ে গিয়েছে। গত বৃহস্পতিবার মুক্তি পাওয়া জওয়ান ভারতে এখন পর্যন্ত ৩৮৮ কোটি ও বিশ্বব্যাপি ৭০০ কোটি টাকার কাছকাছি ব্যবসা করেছে। মুক্তির দিন 'জওয়ান' ভারতের বক্স অফিসে ৭৫ কোটি ও প্রথম রবিবার ৮০ কোটি টাকার ব্যবসা করে নজির গড়েছিল।
গতকাল, বৃহস্পতিবার প্রথম সপ্তাহের শেষ দিনেও দেশের বক্স অফিসে ১৯ কোটি টাকার ব্যবসা করেছে রেড চিলিজ এন্টারটেনমেন্টের এই সিনেমা। সংবাদমাধ্যমে প্রকাশ, দেশজুড়ে শাহরুখ খানকে নিয়ে চলা উন্মাদনার বাজারে জওয়ান-এর ওটিটি স্বত্ব বিক্রি গেল।
বিশ্বের এক নম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ভারতের বাজারে সুবিধা করতে পারছে না। সেই নেটফ্লিক্স এবার ভারতে বাজার ধরতে জওয়ান অস্ত্র প্রয়োগ করল। রেকর্ড আড়াইশো কোটি টাকার খরচ করে শাহরুখ খানের জওয়ান কিনে ফেলল নেটফ্লিক্স। এর আগে কোনও ভারতীয় সিনেমা এত টাকায় ওটিটি-তে বিক্রি হয়নি।
দেখুন টুইট
খুব সম্ভবত নভেম্বরের শেষে নেটফ্লিক্সে ওটিটি রিলিজ হতে চলেছে জওয়ান-এর। এর আগে শাহরুখ খানের পাঠান-এর ওটিটি স্বত্ব কিনেছিল অ্যামাজন প্রাইম। লাল সিং চাড্ডা, আদিপুরুষ-এর মত ফ্লপ সিনেমার অবশেষে নেটফ্লিক্সের হাতে এল ভারতীয় সিনেমার বক্স অফিসে এখনও পর্যন্ত সফলতম সিনেমা।