Abhishek Bachchan - Aishwarya Rai: 'বিচ্ছেদ কেন বাড়ছে' পোস্টে লাইক অভিষেকের, ঐশ্বর্যর সঙ্গে পৃথক হচ্ছেন জুনিয়র বচ্চন?

মেয়ে আরাধ্যাকে নিয়ে যেমন আম্বানিদের অনুষ্ঠানে যান ঐশ্বর্য, তেমনি পাপারাৎজির ক্যামেরার সামনেও বলিউডের এই তারকা জুটিকে একসঙ্গে দেখা যায়নি। বচ্চন পরিবার থেকে দূরে সরে ঐশ্বর্য যখন বিয়েতে হাজির হন, তখন থেকেই শুরু হয় কানাঘুঁষো।

Abhishek Bachchan, Aishwarya Rai.jpg (Photo Credit: Instagram)

মুম্বই, ১৮ জুলাই: অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্টের (Anant-Radhika Wedding) বিয়েতে বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি ঐশ্বর্য রাইকে। মেয়ে আরাধ্যাকে নিয়ে যেমন আম্বানিদের অনুষ্ঠানে যান ঐশ্বর্য, তেমনি পাপারাৎজির ক্যামেরার সামনেও বলিউডের এই তারকা জুটিকে একসঙ্গে দেখা যায়নি। বচ্চন পরিবার থেকে দূরে সরে ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan) যখন বিয়েতে হাজির হন, তখন থেকেই শুরু হয় কানাঘুঁষো। এবার কি তাহলে বিচ্ছেদে কার্যত ষিলমোহর দিচ্ছেন জুনিয়র বচ্চন এবং রাই, তা নিয়ে জোর প্রশ্ন উঠতে শুরু করে। তবে বিষয়টি নিয়ে কাউকে মুখে রা কাটতে দেখা যায়নি। এসবের মধ্যে এবার হিনা খান্ডেলওয়াল নামে এক লেখিকার পোস্টে লাইক করতে দেখা যায় অভিষেক বচ্চনকে (Abhishek Bachchan)। যেখানে বর্তমান সমাজে বিচ্ছেদ কেন বাড়ছে বলে লেখা থাকে। যে পোস্টে লাইক করেন অভিষেক। যা সামনে আসার পর ফের আর এক দফা জল্পনা শুরু হয় রাইয়ের সঙ্গে অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে।

আরও পড়ুন: Aishwarya Rai Video: শাশুড়ি, ননদের সঙ্গে গল্পে মশগুল ঐশ্বর্য, ভাইরাল ভিডিয়ো নিয়ে জোর আলোচনা

প্রসঙ্গত অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে হাজির হওয়ার পরপরই মেয়ে আরাধ্যাকে নিয়ে মুম্বই ছাড়তে দেখা যায় ঐশ্বর্যকে। মেয়েকে নিয়ে তিনি কোথায় যাচ্ছেন, সে বিষয়েও ঐশ্বর্যকে কোনও ইঙ্গিত দিতে দেখা যায়নি।