Aabha Paul Hot Pics: বিকিনি পরে সেক্সি ছবি শেয়ার অভিনেত্রী আভার, তাপমাত্রা বাড়ছে সোশ্যাল মিডিয়ার

Credit: Instagram

ভক্তদের সঙ্গে যুক্ত থাকার জন্য প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রী আভা পলকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু সেক্সি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে প্রিন্টেড বিকিনি পরে সিঁড়িতে শুয়ে থাকতে দেখা যায় আভা পলকে। একটি পোজে তিনটি ছবি শেয়ার করেছেন তিনি।

এক মিলিয়নেরও বেশি ফলোয়ারস রয়েছে আভা পলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সাধারণত খোলামেলা পোশাকে আভার ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ার এক চর্চায় বিষয়। তাঁর ছবি ও ভিডিও দেখে চোখ সরাতে পারেন না ভক্তরা, সম্প্রতি শেয়ার করা আভা পলের এই হট সিজলিং সেক্সি লুকের প্রশংসায় কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছে তারা।

অভিনেত্রী হিসেবে আভা পলকে প্রথম দেখতে পাওয়া যায় 'কামাসূত্র থ্রিডি' সিনেমায়, এই সিনেমাটি ২০১৩ সালে রিলিজ করেছিল। সিনেমার পাশাপাশি অনেক ওয়েব সিরিজেও অভিনয় করেছেন আভা পল। যেমন গন্দি বাত এবং ট্রিপল এক্স, এই ওয়েব সিরিজে অভিনয় করে ছিলেন তিনি।



@endif