Nora Fatehi: জ্যাকলিনের বিরুদ্ধে নোরা ফাতেহির মানহানির মামলার আবেদন স্থগিত দিল্লির আদালতের
প্রতারক সুরেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকা জোর করে আদায়ের মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নাম সরাসরি জড়িয়েছে।
প্রতারক সুরেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকা জোর করে আদায়ের মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernendez) নাম সরাসরি জড়িয়েছে। জ্যাকলিন এই মামলায় অপর বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির জড়িয়ে থাকার কথা জানিয়েছেন। যা নিয়ে গত বছর ডিসেম্বরে নোরা মানহানির মামলা করেন জ্যাকলিনের বিরুদ্ধে। দিল্লি হাইকোর্টে নোরার এই মামলার আবেদন স্থগিত করল দিল্লি আদালত। এখন এই বিষয়ে তদন্ত চলছে বলে নোরার মানহানির মামলা বিশেষ গুরুত্ব পেল না বলেই মনে করা হচ্ছে।
নোরা অভিযোগ করেছিলেন, " জ্যাকলিন তাঁর কেরিয়ার নষ্ট করতেই ইচ্ছাকৃতভাবে সুরেশ চন্দ্রশেখর মামলায় তাঁর নাম জড়িয়ে মানহানিকর অভিযোগ করছেন। " প্রাথমিক তদন্তের পর উঠে এসেছে জ্যাকলিন ও নোরা দুজনেই প্রতারক সুরেশের থেকে বহু মূল্যের উপহার নিয়েছিলেন।
দেখুন টুইট
আর্থিক তছরূপ মামলায় নাম জড়ানোর পর এবার নোরা ফতেহি দাবি করেছিলেন, তিনি কনম্যান সুকেশ চন্দ্রশেখরকে চেনেন না। বলিউডে এমন বহু অভিনেত্রী রয়েছেন, যাঁরা সুকেশের সঙ্গে পরিচয়ের জন্য ছটপট করেন। তিনি কোনওভাবেই সুকেশ চন্দ্রশেখরকে চিনতেন না। ইডির তরফে তাঁকে নোটিশ পাঠানোর পর সুকেশের পরিচয় তাঁর কাছে খোলসা হয় বলে দাবি করেন নোরা।