Natasa Stankovic: হার্দিকের সঙ্গে বিচ্ছেদের পর সার্বিয়া থেকে পোস্ট নাতাশার, অভিনেত্রী কী করছেন দেখুন

ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে ডিভোর্সের বিষয় গতকালই প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী নাতাশা স্টানকোভিচ। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে দীর্ঘ জল্পনার ইতি ঘটালেন দুই তারকা।

Photo Credit_Instagram

ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে ডিভোর্সের বিষয় গতকালই প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী নাতাশা স্টানকোভিচ (Natasa Stankovic)। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে দীর্ঘ জল্পনার ইতি ঘটালেন দুই তারকা। আর তারপরেই নাতাশা রওনা দিয়েছিলেন সার্বিয়ার উদ্দেশ্যে। ছেলে অগস্থ্যাকে নিয়ে বাক্সপ্যাটরা গুছিয়ে পরিবারের কাছে যান তিনি। আপাতত সেখানে ছেলে এবং নিজেকে নিয়ে ব্যস্ত অভিনেত্রী। সার্বিয়াতে পৌঁছে জিম থেকে একটি স্টোরি পোস্ট করেন অভিনেত্রী। এছাড়া ছেলেরও একটি স্টোরি পোস্ট করেন তিনি। সূত্রের খবর, আপাতত সার্বিয়াতেই পরিবারের সঙ্গে থাকবেন নাতাশা। যদিও ভবিষ্যতে ভারতে ফিরবেন কিনা তা এখনও জানা যায়নি।

অন্যদিকে হার্দিক পান্ডিয়া বিচ্ছেদ সংক্রান্ত পোস্ট করার পর আপাতত নীরবই রয়েছেন।চলতি বছরের মে মাস থেকেই নাতাশার সঙ্গে হার্দিকের বিচ্ছেদের গুঞ্জন সামনে আসে। নাতাশা নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থেকে হার্দিকের সঙ্গে যাবতীয় পোস্ট মুছে ফেলেন। অন্যদিকে এই নিয়ে আইপিএল চলাকালিন তীব্র ট্রোলের সম্মুখীন হন ভারতীয় তারকা ক্রিকেটার। এমনকী এর প্রভাব গোটা আইপিএল টুর্নামেন্টে তাঁর খেলার মধ্যে পড়ে। যা নিয়ে তীব্র সমালোচনাও করা হয়। কিন্তু সেই সময় সে নীরব থাকে। অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপে উইনিং স্টার হওয়ার পর বাধ ভাঙে আবেগের। চোখে জল নিয়ে তাঁকে বলতে শোনা যায়, বিগত কয়েক মাসে আমার সঙ্গে কী হয়েছে আমি জানি। কিন্তু কাউকে কোনও জবাব দিইনি। আমার খেলা সবার মুখ বন্ধ করে দিয়েছে।

প্রসঙ্গত, বছর চারেক আগে বিয়ে হয়েছিল হার্দিক-নাতাশার। বিয়ের আগেই গর্ভবতী ছিলেন সার্বিয়ান সুন্দরী। সেই নিয়েও তখন বিতর্ক হয়েছিল। তবে বিয়ের কয়েকমাসের মধ্যেই দুজনের জীবনে আসে অগস্থ্য। প্রথমদিকে সবকিছু ঠিকঠাক চললেও চলতি বছরের শুরু থেকেই হার্দিক-নাতাশার মধ্যে দুরত্ব তৈরি হয়। এমনকী এও শোনা যাচ্ছিল যে দুজনের জীবনে নাকি অন্য ক



@endif