5th Bangladesh Film Festival: কলকাতায় শুরু পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব,প্রদর্শিত হবে বাংলাদেশের ২৪টি চলচ্চিত্র

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মামুদ। এছাড়াও ছিলেন বাংলাদেশের তারকা ফিরদৌস, পূর্ণিমা সহ এপার বাংলার তারকা পরিচালক গৌতম ঘোষ, ব্রাত্য বসু।

5th Bangladesh Film Festival

কলকাতায় শুরু হল পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মামুদ। এছাড়াও ছিলেন বাংলাদেশের তারকা ফিরদৌস, পূর্ণিমা সহ এপার বাংলার তারকা পরিচালক গৌতম ঘোষ ও পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী তথা নাট্যকার ব্রাত্য বসু। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের ব্যবস্থাপনায় ২৯ থেকে ৩১ জুলাই অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন- "চলচ্চিত্র উৎসবটি চলবে ২৯-৩১ জুলাই, ২০ টি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র ,দুটি শর্ট ফিল্ম  ও দুটি ডকুমেন্টারি দেখানো হবে এই উৎসবে।

উৎসব চলাকালীন প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ নন্দন-১ ও নন্দন-২–এ প্রদর্শিত হবে বাংলাদেশের ২৪টি চলচ্চিত্র। আগে আসার ভিত্তিতে বিনা মূল্যে এই চলচ্চিত্রগুলো দেখতে পারবেন দর্শকেরা।

প্রদর্শিত হতে যাওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—‘জেকে-১৯৭১’, ‘গণ্ডি’, ‘গুনিন’, ‘বিউটি সার্কাস’, ‘ন ডরাই’, ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘লাল শাড়ি’, ‘গেরিলা’, ‘দামাল’, ‘পরাণ’, ‘স্ফুলিঙ্গ’, ‘বিক্ষোভ’, ‘অবিনশ্বর’, ‘রেডিও’, ‘ওমর ফারুকের মা’, ‘দেশান্তর’, ‘পাপ পুণ্য’ ইত্যাদি।

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ কলকাতায় পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, "সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং গোষ্ঠী বিনিময় বৃদ্ধি উভয় দেশের মধ্যে সম্পর্ক জোরদার করবে।"