5 OTT Releases to Watch Last Weekend in 2024: বছরের শেষ উইকেন্ডে জমজমাটি বিনোদন, সেরা পাঁচ সিনেমা-সিরিজের হদিস রইল আপনার জন্য

পরিবার, বন্ধু-বান্ধব, প্রিয় মানুষের সঙ্গে আড্ডা, ঘুরে বেরানোর পাশাপাশি ওটিটি মঞ্চের বিনোদন দিয়ে বছর শেষের সপ্তাহান্ত হয়ে উঠুক বিনোদনময়। বছরের শেষলগ্নে ওটিটি মঞ্চে মুক্তি পাওয়া সেরা পাঁচ সিরিজ এবং সিনেমার হদিস রইল আপনার জন্যে। পপকর্ন হাতে বসে পড়ুন।

5 OTT Releases to Watch Last Weekend in 2024 (Photo Credits: X)

5 OTT Releases to Watch Last Weekend in 2024: বছরের শেষ উইকেন্ড জমে উঠুক জমজমাটি কিছু ওটিটি রিলিজের সঙ্গে। জনপ্রিয় কিছু ওয়েব সিরিজের নতুন সিজিন মুক্তি পেতে চলেছে সপ্তাহান্তে। সেই সঙ্গে বছরের কিছু হিট ছবিও প্রকাশ পাবে ডিজিটাল প্ল্যাটফর্মে। সব মিলিয়ে বিনোদনে ঠাসা এক 'উইকেন্ড'।

একেবারে অন্তিম লগ্নে এসে দাঁড়িয়ে আছে ২০২৪ সাল। দোরগোড়ায় কড়া নাড়ছে নতুন বছর, ২০২৫ সাল (New Year 2025)। পরিবার, বন্ধু-বান্ধব, প্রিয় মানুষের সঙ্গে আড্ডা, ঘুরে বেরানোর পাশাপাশি ওটিটি মঞ্চের (OTT Platform) বিনোদন দিয়ে বছর শেষের সপ্তাহান্ত হয়ে উঠুক বিনোদনময়। বছরের শেষলগ্নে ওটিটি মঞ্চে মুক্তি পাওয়া সেরা পাঁচ সিরিজ এবং সিনেমার হদিস রইল আপনার জন্যে। পপকর্ন হাতে বসে পড়ুন।

১) স্কুইড গেম ২ (Squid Game 2)

তিন বছর আগে ২০২১ সালে মুক্তি পেয়েছিল থ্রিলার ওয়েব সিরিজ স্কুইড গেম। ওটিটি মঞ্চে সারা জাগানো এই সিরিজের দ্বিতীয় সিজিনের জন্যে অধীর আগ্রহে পথ গুনছিলেন দর্শক। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল স্কুইড গেম ২ (Squid Game 2)। ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেয়েছে।

 

২) সিংহম এগেন (Singham Again)

পরিচালক রোহিত শেট্টির 'কপ ইউনিভার্স'এর অন্তর্গত সিংহম এগেন চলতি বছরে বড় পর্দায় মুক্তি পেয়েছিল। রণবীর সিং, করিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, অক্ষয় কুমার, টাইগার শ্রফ- তারকা খচিত ছবি এবার ওটিটি মঞ্চে। সিংহম এগেনে খলনায়ক চরিত্রে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন অর্জুন। ২৭ ডিসেম্বর অ্যামাজন প্রাইমে (Prime Video) মুক্তি পাচ্ছে সিংহম এগেন।

৩) ভুল ভুলাইয়া ৩ (Bhool Bhulaiyaa 3)

চলতি বছরে বক্স অফিসে আগুন লাগিয়েছিল কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) 'ভুল ভুলাইয়া থ্রি'। অভিনেতার চলচ্চিত্র কেরিয়ারে সর্বাধিক ব্যবসাকারী ছবি হল এটি। কার্তিক, বিদ্যা বালন, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমড়ির সঙ্গে হরর কমেডিতে ঠাসা ভুল ভুলাইয়া থ্রি মুক্তি পাচ্ছে শুক্রবার, ২৭ ডিসেম্বর। নেটফ্লিক্সে দেখতে পাবেন ছবিটি।

৪) ইয়োর ফল্ট (Your Fault)

গত বছর মুক্তি পাওয়া চলচ্চিত্র 'মাই ফল্ট'এর সিক্যুয়েল 'ইয়োর ফল্ট' মুক্তি পেতে চলেছে বছর শেষের ইউকেন্ডে। সৎ বাবা-মায়ের দুই ছেলে মেয়ে যখন একে অপরের প্রেমে পড়ে যায়, আর সেই ভালোবাসার জন্যে তাঁদের কী কী পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সম্পর্কের সেই চড়াই উৎরাই নিয়ে তৈরি হয়েছে স্প্যানিশ এই রোম্যান্টিক ড্রামাটি। ২৭ ডিসেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এটি।

৫) ডক্টরস (Doctors)

জিও সিনেমায় মুক্তি পেতে চলেছে নতুন এক সিরিজ 'ডক্টরস'। শরদ কেলকার এবং হারলিন শেঠি অভিনীত মেডিকেল ড্রামাটি ২৭ ডিসেম্বর স্ট্রিম হচ্ছে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now