28th Critics Choice Awards: আরআরআরের বিজয়রথ অব্যাহত,শ্রেষ্ঠ বিদেশী ভাষার ছবি সহ 'নাটু নাটু' পেল ক্রিটিক্স চয়েস এওয়ার্ড
গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে এই ছবির গান ‘নাটু নাটু’ সেরা অরিজিন্যাল গানের পুরস্কার পাওয়ার পর, ২৮ তম ক্রিটিক্স চয়েস এওয়ার্ডেও এই গানটি সেরার শিরোপা জিতে নিয়েছে
আরআরআরের(RRR) বিজয়রথ অব্যাহত। ফের আরও এক খেতাব জয় করল এসএস রাজামৌলির (SS Rajamouli)এই ছবি। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে এই ছবির গান ‘নাটু নাটু’ সেরা অরিজিন্যাল গানের পুরস্কার পাওয়ার পর, ২৮ তম ক্রিটিক্স চয়েস এওয়ার্ডেও (28th Critics Choice Award) এই গানটি সেরার শিরোপা জিতে নিয়েছে।এই গানটির কম্পোজার এমএম কীরাবাণীকে লস এঞ্জেলসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করতে দেখা যায়।
পুরস্কার পাওয়ার মুহুর্তটি আরআরআর (RRR Movie) ছবির অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে শেয়ার করে লেখা হয়েছে - 'নাটু নাটু আবার'
নেটফ্লিক্সে হিন্দি ভার্সনে মুক্তি পাওয়ার পরে এই ছবির জনপ্রিয়তা আরও বেড়েছে। ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডে ছবিটি পাঁচটি বিভাগে মনোনীত হয়েছিল। তারই মধ্যে দুটি বিভাগে ছিনিয়ে নিয়েছে পুরস্কার। সেরা গানের পাশাপাশি সেরা বিদেশী ভাষার ছবির ক্যাটাগরিতেও এই ছবি ছিনিয়ে নিয়েছে সেরার পুরস্কার। ক্রিটিক এওয়ার্ডের টুইটার হ্যান্ডেল থেকে সিনেমার সমস্ত কলাকুশলীকে শুভেচ্ছা জানিয়ে এই খবর শেয়ার করা হয়।