IPL Auction 2025 Live

200 Crore Extortion Case: তিহার জেলের মধ্যে অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব সুকেশের, চাঞ্চল্যকর দাবি চাহাত খান্নার

পরনে দামী শার্ট। গায়ে সুগন্ধি, গলায় সোনার চেন জড়িয়ে সুকেশ নিজেকে দক্ষিণের এক টেলিভিশন চ্যানেলের কর্ণধর এবং অভিনেত্রী জয়ললিতার ভাইপো বলে পরিচয় দেন।

Chahatt Khann, Sukesh Chandrashekhar (Photo Credits: Twitter)

টেলিভিশন অভিনেত্রী চাহাত খান্না (Chahatt Khanna) এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন ২০০ কোটি টাকা আর্থিক তছরুপ (200 Crore Extortion Case) মামলায় গ্রেফতার সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) বিরুদ্ধে। তিহার জেলের (Delhi Tihar Jail)  মধ্যেই হাঁটু মুড়ে বসে বিবাহিতা চাহাতকে বিয়ের প্রস্তাব দিয়েছেন সুকেশ, দাবি অভিনেত্রীর। এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে চাহাত জানান, দিল্লিতে এক স্কুল ইভেন্টে নিয়ে যাওয়ার নাম করে তাঁকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে অভিনেত্রীর সাক্ষাৎ হয় সুকেশের সঙ্গে।

আরও পড়ুনঃ  ২০০ কোটি আর্থিক তছরূপ মামলায় নাম, আদালতে হাজির জ্যাকলিন

পরনে দামী শার্ট। গায়ে সুগন্ধি, গলায় সোনার চেন জড়িয়ে সুকেশ নিজেকে দক্ষিণের এক টেলিভিশন চ্যানেলের কর্ণধর এবং অভিনেত্রী জয়ললিতার ভাইপো বলে পরিচয় দেন। সুকেশ তাঁকে বলেন, ভোট ফলাফলের কারচুপি মামলায় তাঁকে গ্রফতার করা হয়েছিল। তবে জেলের মধ্যে তাঁকে ভিআইপি খাতিরে রাখা হয়েছে। অভিনেত্রী যখন সুকেশের কাছে জানতে চায়, সে কেন তাঁকে ডেকে পাঠিয়েছেন ঠিক তখন আজব কাণ্ড ঘটিয়ে বসেন সুকেশ। চাহাতের কথায়, 'হাঁটু মুডে বসে সে আমায় বিয়ের প্রস্তাব দেয়। আমি চিৎকার করে উঠে তাঁকে জানাই, আমি বিবাহিতা। আমার দুই সন্তান রয়েছে’।

আরও পড়ুনঃ জ্যাকলিন ফার্নান্ডেজকে দুবাই যাত্রার অনুমতি আদালতের, তবে জেল যাত্রার সম্ভাবনা থেকেই যাচ্ছে

সুকেশ টেলিভিশন অভিনেত্রী চাহাত খান্নাকে (Chahatt Khanna) বিয়ের প্রস্তাবই শুধু দেননি সেই সঙ্গে অভিনেত্রীর দুই সন্তানের বাবার দায়িত্ব গ্রহণ করতেও চেয়েছেন, সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ সুকেশের কাছে জ্যাকলিনকে নিয়ে যাওয়া মহিলাকে গ্রেফতার পুলিশের

২০০ কোটি টাকা আর্থিক তছরুপ মামলায় (200 Crore Extortion Case) মুখ্য অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। মামলার তদন্ত চলছে। এই আর্থিক তছরুপ মামলায় সুকেশের পাশাপাশি বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডিজ (Jacqueline Fernandez) এবং নোরা ফতেহির (Nora Fatehi) নাম জড়ায়। দুই অভিনেত্রীকে  ইডি দপ্তর থেকে আদালতের চক্কর কাটতে হয়েছে। একাধিক বার আদলতের সমন পেয়েছেন দুই অভিনেত্রী।