Tata NEXON: নতুন বৈশিষ্ট্য নিয়ে এল নেক্সন, জেনে নিন কী নতুন বিশেষত্ব রয়েছে এই গাড়িতে

আজ মার্কেটে এলো নেক্সনের নতুন মডেল। ভারতীয় বাজারে এই চার চাকা নেক্সন (NEXON)-এর দাম ৮.৯ লাখ টাকা থেকে শুরু।

Tata Motors Launch New Gen NEXON (Photo Credit: Instagram)

নয়াদিল্লি: ফের নতুন গাড়ি নিয়ে এল টাটা মোটরস। আজ মার্কেটে এলো নেক্সনের নতুন মডেল। ভারতীয় বাজারে এই চার চাকা নেক্সন (NEXON)-এর দাম ৮.৯ লাখ টাকা থেকে শুরু। এই গাড়ির নতুন ফিচার্স হিসাবে মিলবে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট স্ক্রিন। যেখানে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্ট পাওয়া যাবে। এ ছাড়া মিলবে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ওয়্যারলেস ফোন চার্জার, নেভিগেশন এবং নিরাপত্তা বৈশিষ্ট্য সহ আরও অনেক কিছু।

দেখুন

 

View this post on Instagram

 

A post shared by Abdul Kadir (@abdulkadir_shaikh)



@endif