মুম্বইয়ের রাস্তায় আর চলবে না কালি-পিলি ট্যাক্সি; ২০২০তেই যাত্রা শেষ পদ্মিনীর
কলকাতা (Kolkata) মানেই যেমন হলুদ ট্যাক্সি (Yellow Taxi), তেমনই মুম্বইয়ের (Mumbai) অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে কালি-পিলি ট্যাক্সি (kali-Peeli Taxi)। কিন্তু সম্প্রতি এক রিপোর্ট বলছে, মুম্বইয়ের রাস্তায় আর দেখা মিলবে না কালি-পিলি ট্যাক্সির। ২০২০তেই নাকি যাত্রা শেষ পদ্মিনীর (Padmini)। ওই রিপোর্ট অনুযায়ী, স্বপ্ননগরী মুম্বইয়ে আইকোননিক কালো-হলুদের ‘পদ্মিনী’ ট্যাক্সি ২০২০ সালের জুন থেকে অদৃশ্য হচ্ছে৷ কারণ, ইন্দো-ইতালিয়ান এই মডেলটির উৎপাদন ২০০০ সাল থেকে বন্ধ হয়ে গিয়েছে৷ এই পরিস্থিতিতে মুম্বইয়ে এই মডেলের ট্যাক্সির সংখ্যা ৫০টিরও কম রয়েছে৷ ফলে ২০২০ সালের জুন মাসে মুম্বই থেকে পাকাপাকি অচল হয়ে যাবে এই ট্যাক্সি৷
মুম্বই, ১১ অক্টোবর: কলকাতা (Kolkata) মানেই যেমন হলুদ ট্যাক্সি (Yellow Taxi), তেমনই মুম্বইয়ের (Mumbai) অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে কালি-পিলি ট্যাক্সি (kali-Peeli Taxi)। কিন্তু সম্প্রতি এক রিপোর্ট বলছে, মুম্বইয়ের রাস্তায় আর দেখা মিলবে না কালি-পিলি ট্যাক্সির। ২০২০তেই নাকি যাত্রা শেষ পদ্মিনীর (Padmini)। ওই রিপোর্ট অনুযায়ী, স্বপ্ননগরী মুম্বইয়ে আইকোননিক কালো-হলুদের ‘পদ্মিনী’ ট্যাক্সি ২০২০ সালের জুন থেকে অদৃশ্য হচ্ছে৷ কারণ, ইন্দো-ইতালিয়ান এই মডেলটির উৎপাদন ২০০০ সাল থেকে বন্ধ হয়ে গিয়েছে৷ এই পরিস্থিতিতে মুম্বইয়ে এই মডেলের ট্যাক্সির সংখ্যা ৫০টিরও কম রয়েছে৷ ফলে ২০২০ সালের জুন মাসে মুম্বই থেকে পাকাপাকি অচল হয়ে যাবে এই ট্যাক্সি৷
‘কালি-পিলি’পরিচয় মুছে ফেলছে মুম্বই। এক সময় মুম্বইয়ের রাস্তায় অহরহ দেখা মিলত এই চার চাকা বিশিষ্ট যানের। রোজকার যাতায়াত পরিষেবা হিসেবে ব্যস্ত এই শহরের মানুষের ভরসা ছিল কালি-পিলি ট্যাক্সি। ট্যাক্সিগুলি শীঘ্রই আর মুম্বইয়ের রাস্তায় দেখা যাবে না। ১৯৬৪ সালের ফিয়াট ১১০০ -এর দেশীয় সংস্করণ ১১০০ ডিলাইট বাজারে নিয়ে এসেছিল৷ এই গাড়ি চালুর এক বছর পর এর নাম পরিবর্তন করে প্রিমিয়ার প্রেসিডেন্ট (Premier President) করা হয়৷ এরপর ১৯৭৪ সালে আবার নাম পরিবর্তন করা হয়৷ নতুন নাম হয় 'প্রিমিয়ার পদ্মিনী (Premier Padmini)৷' এই নামটি রাখা হয়েছিল ভারতীয় এক রানির (Queen) নামে৷ পরবর্তী ৩০ বছর ধরে মুম্বইয়ের রাজপথে রাজ করে নিজের নামের প্রমাণ দিয়েছিল এই যান৷ খুব অল্প দিনের মধ্যেই পদ্মিনী হয়ে ওঠে মুম্বইয়ের নিজস্ব পরিচয় (Identy)৷ ২০১৩ সালে পরিবেশ দূষণের কারণে সরকার ২০ বছরের পুরোনো যান বাতিলের সিদ্ধান্ত নেয়৷ এই পরিস্থিতিতে মুম্বই কি জান ‘পদ্মিনী শিগগির ইতিহাস হতে চলেছে৷ আরও পড়ুন: মন্দার গ্রহে গাড়ি শিল্প, ২৩.৬৯ শতাংশে নামল যাত্রীবাহী গাড়ির বিক্রি
একটি ভারতীয় ইংরেজি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, ৬০-এর দশকের মুম্বই বিড়লাদের (Birla) অ্যাম্বাসেডরের জায়গায় পদ্মিনীকে বেশি পছন্দ করছিল৷ এর অন্যতম কারণ ছিল, পদ্মিনীর স্লিক ডিজাইন এবং হালকা হওয়ার বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যের জন্য মুম্বইয়ের সুরু পথে চলার উপযোগী ছিল এই যান৷
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)