Mahindra Thar 2020: লঞ্চ হল ব্র্যান্ড নিউ সেকেন্ড জেনারেশন থর ২০২০, মডেল পিছু দাম ও বুকিং প্রকাশ করল Mahindra; জানুন বিস্তারিত

গাড়ি প্রেমীদের জন্য দুর্দান্ত খবর। দীর্ঘ অপেক্ষার পর মাহিন্দ্রা লঞ্চ করল ব্র্যান্ড নিউ সেকেন্ড জেনারেশন থর ২০২০ (Thar 2020)। দাম জানতে ব্যাপক উৎসুক গ্রাহকরা। পাশাপাশি উঠে আসছে আরেকটি প্রশ্নও, কবে থেকে চালু হবে এর বুকিং? জনসমক্ষে এসেছে বিস্তারিত তথ্য। গত ২ অক্টোবর লঞ্চ হয়েছে থর ২০২০, বুকিংও শুরু হয়েছে সেদিন থেকেই।

সেকেন্ড জেনারেশন থর ২০২০ (Picture Credits: Mahindra)

গাড়ি প্রেমীদের জন্য দুর্দান্ত খবর। দীর্ঘ অপেক্ষার পর মাহিন্দ্রা লঞ্চ করল ব্র্যান্ড নিউ সেকেন্ড জেনারেশন থর ২০২০ (Thar 2020)। দাম জানতে ব্যাপক উৎসুক গ্রাহকরা। পাশাপাশি উঠে আসছে আরেকটি প্রশ্নও, কবে থেকে চালু হবে এর বুকিং? জনসমক্ষে এসেছে বিস্তারিত তথ্য। গত ২ অক্টোবর লঞ্চ হয়েছে থর ২০২০, বুকিংও শুরু হয়েছে সেদিন থেকেই।

Mahindra Thar AX ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৯ লক্ষ ৮০ হাজার টাকা থেকে। এই ভ্যারিয়েন্টের সবথেকে দামি মডেলের SUV-র দাম রাখা হয়েছে ১২ লক্ষ ২০ হাজার টাকা। থর-এর বিলাশি LX ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ১২ লক্ষ ৪৯ হাজার টাকা থেকে। মাহিন্দ্রা থরের পেট্রোল ইঞ্জিন ৫০ টিজিডিআই ২ লিটার এমস্ট্যালিওন। ডিজেল ইঞ্জিন হল ২.২ লিটার এমহক ১৩০। দু’ধরনের ইঞ্জিনেই ৬- স্পিড গিয়ারবক্সের বিকল্প রয়েছে। তবে তা কেবলই এলএক্স ভার্সনের জন্য। থরের ডিজেল ভ্য়ারিয়েন্টে থাকতে পারে ২.২ লিটার ইঞ্জিন। অন্যদিকে, পেট্রল ভ্য়ারিয়েন্টটি একেবারে নতুন ২ লিটার পাওয়ারট্রিম ব্যাবহার করা হতে পারে। ডিজেল মোট ১২০ হর্সপাওয়ার শক্তি উৎপাদন করতে পারে। পেট্রল ভ্যারিয়েন্টের আউটপুট ১৫০ হর্সপাওয়ার। আরও পড়ুন, হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পাচ্ছেন এই তিন বিজ্ঞানী

থরের ডিজাইন সত্যিই নজর করার মতো। এই মডেলে হার্ড টপ, কনভার্টেবল টপ এবং সফট টপ-এই তিনটি ফিচারই রয়েছে। এ ছাড়া বসার সিটের পরিকল্পনাও একেবারে নতুন। ৪টি ফ্রন্ট ফেসিং সিট এবং ২+৪ সাইড ফেসিং সিট। mHawk ডিজেল ইঞ্জিনের পাশাপাশি এই প্রথম মাহিন্দ্রা থর পেট্রল ইঞ্জিনেও রয়েছে। আগামী অক্টোবর মাসের শেষের দিকে ব্র্যান্ড নিউ এই SUV-র ডেলিভারি শুরু হবে এবং তা ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

গ্রাহকদের জন্য রইল ব্র্যান্ড নিউ সেকেন্ড জেনারেশন থর ২০২০-র দামের পুরো তালিকা-

2020 Mahindra Thar AX Variants Prices (Ex-showroom, India)

AX Petrol Standard 6-Seater Soft Top ₹ 9.80 lakh

AX Petrol 6-Seater Soft Top ₹ 10.65 lakh

AX Petrol Optional 4-Seater Convertible Top ₹ 11.90 lakh

AX Diesel 6-Seater Soft Top ₹ 10.85 lakh

AX Diesel Optional 4-Seater Convertible Top ₹ 12.10 lakh

AX Diesel Optional 4-Seater Hard Top ₹ 12.20 lakh

2020 Mahindra Thar LX Variants Prices (Ex-showroom, India)

LX Petrol 4-Seater Hard Top MT ₹ 12.49 lakh

LX Diesel 4-Seater Convertible Top MT ₹ 12.85 lakh

LX Diesel 4-Seater Hard Top MT ₹ 12.95 lakh

LX Petrol 4-Seater Convertible Top AT ₹ 13.45 lakh

LX Petrol 4-Seater Hard Top AT ₹ 13.55 lakh

LX Diesel 4-Seater Convertible Top AT ₹ 13.65 lakh

LX Diesel 4-Seater Hard Top AT ₹ 13.75 lakh

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now