'ডিয়ার ফ্রেন্ড' পুতিনকে চলতি বছরেই চিনে আমন্ত্রণ প্রেসিডেন্ট জিংপিংয়ের
ইউক্রেন যুদ্ধের মাঝে মস্কো সফরে গিয়ে বড় বার্তা দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিংপিং।
ইউক্রেন যুদ্ধের মাঝে মস্কো সফরে গিয়ে বড় বার্তা দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিংপিং। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনকে 'মাই ডিয়ার ফ্রেন্ড' সম্বোধন করে জিংপিং যা বোঝানোর বুঝিয়ে দিয়েছেন। এবার মস্কোয় গিয়ে পুতিনকে চিন আসার আমন্ত্রণ জানিালেন প্রেসিডেন্ট জিংপিং। চলতি বছরেই পুতিন যাতে চিনে আসেন, তার আবেদন জানান জিংপিং।
পুতিনের নামে আন্তর্জাতিক আদালত যুদ্ধপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও চিনের প্রেসিডেন্ট সেসবকে পাত্তা না দিয়েই তাঁকে আমন্ত্রণ জানালেন। প্রসঙ্গত, ইউক্রেনের সঙ্গে শান্তি বৈঠক নিয়ে চিন বিশেষ প্রস্তাব দিয়েছে রাশিয়াকে। আরও পড়ুন-ঘাড়ে দড়ি ঝুলিয়ে ফাঁসির চেয়ে কম কষ্টের মৃত্যুদণ্ডের উপায় নিয়ে কেন্দ্রকে আলোচনার প্রস্তাব সুপ্রিম কোর্টের
দেখুন টুইট
আমেরিকার কাছে কোণঠাসা চিন এখন রাশিয়ার কাঁধে চড়ে মুখে তোলার চেষ্টা করছে। গোটা দুনিয়ায় কোণঠাসা পুতিনও বেজিংয়ের বন্ধুত্বে বেজায় খুশি। প্রসঙ্গত, গতকাল সোমবার মস্কোয় যান চিনের প্রেসিডেন্ট শি জিংপিং।