World’s Oldest Person Died: প্রয়াত বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, ১১৮ বছরে জীবনাবসান

লুসিল রান্ডন সিস্টার আন্দ্রে নামেও পরিচিত। ১৯০৪ সালে ফ্রান্সের অ্যালেস শহরে তাঁর জন্ম। ১৯১৮ সালের মহামারি স্প্যানিশ ফ্লু এবং দুই বিশ্বযুদ্ধের সাক্ষী ছিলেন তিনি।

World’s oldest person French nun Lucile Randon Died (Photo Credits: @thefirstindia/twitter)

World’s Oldest Person Lucile Randon Died: প্রয়াত বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি লুসিল রান্ডন ( Lucile Randon Died)। মঙ্গলবার ফ্রান্সের টুউলন শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই ফরাসি মহিলা সন্ন্যাসী। ১১৮ বছর বয়সে জীবনাবসান হয় বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির (World’s Oldest Person Died)। লুসিল রান্ডনের মৃত্যু সংবাদ প্রকাশ করেছেন তাঁর মুখপাত্র। মঙ্গলবার দুপুর ২ টো নাগাদ মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি (World’s Oldest Person Lucile Randon Died)।

গত বছর জাপানে মৃত্যু হয় কেন তানাকার। ১১৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছিল। কেনের মৃত্যুর পর ফরাসি মহিলা সন্ন্যাসী লুসিল রান্ডনকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে চিহ্নিত করা হয়।

লুসিল রান্ডন সিস্টার আন্দ্রে নামেও পরিচিত। ১৯০৪ সালে ফ্রান্সের অ্যালেস শহরে তাঁর জন্ম। ১৯১৮ সালের মহামারি স্প্যানিশ ফ্লু এবং দুই বিশ্বযুদ্ধের সাক্ষী ছিলেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে তিনি ক্যাথলিক ধর্মে ধর্মান্তরিত হন। তার আট বছর পর গিয়ে তিনি একজন সন্ন্যাসী হন। জীবনের ২৮ বছর তিনি বয়স্কদের সেবায় হাসপাতালে কাটিয়েছেন। ২০২০ এবং ২০২১ সালে তিনি করোনা মহামারিকেও জয় করেছিলেন। ২০২১ সালে তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেই সময়ে তাঁর সঙ্গে থাকা ১০ জন রোগী কোভিডে মারা যান। কিন্তু তিনি সুস্থ হয়ে ওঠেন। এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোভিড নিয়ে তিনি ভয় পেয়েছিলেন কিনা। উত্তরে  তিনি জানিয়েছিলেন, 'আমি ভয় পাইনি কারণ আমি মৃত্যুকে ভয় পাইনা'।



@endif