WHO On Covid-19: করোনার জন্য জারি হওয়া বিশ্বব্যাপী স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার, দেখুন ভিডিয়ো
করোনা মহামারির কারণে আজ থেকে প্রায় তিন বছর আগে ২০২০ সালের ৩০ জুন স্বাস্থ্যক্ষেত্রে বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার তা তুলে নেওয়ার কথা ঘোষণা করল তারা।
লন্ডন: করোনা মহামারির (C0vid-19 pandemic) কারণে আজ থেকে প্রায় তিন বছর আগে ২০২০ সালের ৩০ জুন স্বাস্থ্যক্ষেত্রে বিশ্বব্যাপী জরুরি অবস্থা (global health emergency) জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation)। শুক্রবার তা তুলে নেওয়ার কথা ঘোষণা করল তারা।
তবে সেই সঙ্গে তারা একথাও জানিয়েছে যে করোনার ফলে বিশ্বব্যাপী তৈরি হওয়া স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকির বিষয়টি এখনও রয়েছে। গত সপ্তাহেই প্রতি তিন মিনিটে পৃথিবীতে করোনার কারণে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাও আমাদের কাছে যে খবর এসেছে এই তথ্য তার ভিত্তিতে। আমাদের জানার বাইরেও অনেকের মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, করোনা মহামারির কারণে এখনও পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৭০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি ভেঙে পড়েছে বহু দেশের অর্থনীতি। আরও পড়ুন: Pakistan: ভয়াবহ ঘটনা, খাইবার পাখতুনওয়ায় একই দিনে প্রকাশ্যে ৮ শিক্ষককে গুলি করে খুন
দেখুন ভিডিয়ো: