Bangladesh: হাসিনা সরতেই সাগর পেরিয়ে পাকিস্তানি জাহাজ ঢুকল বাংলাদেশে, বদলাতে পারে ঢাকা, দিল্লির সমীকরণ?

পাকিস্তানের করাচি বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রামে হাজির হয়েছে পাক জাহাজ। বঙ্গোপসাগর ধরেই পাকিস্তানি জাহাজের যাত্রাপথ এগিয়েছে বাংলাদেশের দিকে। ১৯৭১ সালের মুক্তি যুদ্ধের পর থেকে বাংলাদেশ, পাকিস্তানের সম্পর্কে ভাটা পড়ে।

Pakistani Vessel Docked In Bangladesh (Photo Credit: X)

ঢাকা, ১৯ নভেম্বর: মহম্মদ ইউনুসের সরকার বাংলাদেশে (Bangladesh) ক্ষমতা দখলের পর থেকেই ভারতের (India) প্রতিবেশী দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক খবর উঠে আসতে শুরু করেছে। এবার পাকিস্তান (Pakistan) থেকে পণ্যবাহী জাহাজ গেল বাংলাদেশে। চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যেই পাকিস্তানের ওই পণ্যবাহী জাহাজ দাঁড়িয়েছে। ফলে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে নয়া বাণিজ্যিক সম্পর্ক তৈরি হওয়ায়, তা ভারতের উপর কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।

পাকিস্তানের করাচি বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রামে হাজির হয়েছে পাক জাহাজ। বঙ্গোপসাগর ধরেই পাকিস্তানি জাহাজের যাত্রাপথ এগিয়েছে বাংলাদেশের দিকে। ১৯৭১ সালের মুক্তি যুদ্ধের পর থেকে বাংলাদেশ, পাকিস্তানের সম্পর্কে ভাটা পড়ে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক প্রায় ছিলই না। এবার পালা বদলের পর ফের বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উন্নতি  হচ্ছে বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্ব। তার জেরই গত সপ্তাহে করাচি থেকে চট্টগ্রামে হাজির হয় পাকিস্তানি জাহাজ। তবে ৫৩ বছর পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আবার জলপথে যোগাযোগ হল বলেই জানা যাচ্ছে।

পাকিস্তানি জাহাজ বাংলাদেশের চট্টগ্রামে হাজির...

 

মহম্মদ ইউনুসের তদারকি সরকারের আমলে যখন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে, সেই সময় পাকিস্তানের জাহাজে কী আনা হল চট্টগ্রামে তা খতিয়ে দেখা উচিত। পাক জাহাজে কোন কোন জিনিস আসছে, তা দেখা না হল, তার প্রভাব বৈদেশিক সম্পর্কে পড়তে পারে বলেই মনে করছে দিল্লি।

গত বছর চিনা জাহাজ বাংলাদেশে হাজির হলে, তাতে আপত্তি জানায় ভারত। ফলে মঙ্গলা বন্দর থেকে চিনা জাহাজ সরিয়ে দেওয়া হয়। সেই রেশ কাটতে না কাটতে এবার চট্টগ্রাম বন্দরে হাজির হল পাকিস্তানি জাহাজ। চট্টগ্রাম থেকে মায়ানমারের দূরত্ব কম। ফলে এই পাকিস্তানি জাহাজকে কেন্দ্র করে ফের নতুন করে বাংলাদেশ এবং পাকিস্তানের সমীকরণ বদলাতে পারে বলে আশঙ্কা।



@endif