Vladimir Putin: রাশিয়ায় এখনও জনপ্রিয় ভারতীয় সিনেমা, আগামীদিনে হতে পারে প্রচার, সবুজ সংকেত দিলেন পুতিন
রাজ কাপুরের সময় থেকে ভারতীয় সিনেমা রাশিয়াতে জনপ্রিয় হতে শুরু করে। অভিনেতা মিঠুন চক্রবর্তী থেকে অমিতাভ বচ্চন সকলকেই রাশিয়ার নাগরিকরা বেশ পছন্দ করেন।
রাজ কাপুরের সময় থেকে ভারতীয় সিনেমা রাশিয়াতে জনপ্রিয় হতে শুরু করে। অভিনেতা মিঠুন চক্রবর্তী থেকে অমিতাভ বচ্চন সকলকেই রাশিয়ার নাগরিকরা বেশ পছন্দ করেন। ভারতীয় সিনেমা দীর্ঘদিন ধরেই রাশিয়ায় জনপ্রিয়। এবার সেই জনপ্রিয়তাকে আরও একধাপ আগে নিয়ে যাওয়ার জন্য ইচ্ছাপ্রকাশ করলেন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। আগামী সপ্তাহ থেকেই রাশিয়ায় শুরু হতে চলেছে ব্রিকস সম্মেলন ২০২৪। এই সম্মেলনে যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে শুক্রবার অংশগ্রহণকারী দেশগুলির সদস্যদের সঙ্গে বৈঠকে পুতিনের বক্তব্যে আসে ভারতীয় সিনেমা।
পুতিন এদিন বলেন, "আমরা ব্রিকসের সদস্য দেশগুলির সংস্কৃতি নিয়ে আলোচনা করছি। তবে রাশিয়ায় সবথেকে বেশি জনপ্রিয় ভারতীয় সিনেমা। আমাদের একটি টিভি চ্যানেল রয়েছে যেখানে ২৪ ঘন্টা ভারতীয় সিনেমা দেখানো হয়। আমাদের দেশের নাগরিকরা খুবই পছন্দ করেন এই সিনেমাগুলি। আমরা ব্রিকস ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করেছি। মসকো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ব্রিকসের অংশগ্রহণকারী দেশগুলির সিনেমা প্রদর্শিত হয়েছে। আগামীদিনে রাশিয়ার মাটিতে ভারতীয় ছবির প্রচার করার জন্য আমরা ইচ্ছুক। আগামী কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হলে এই বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করব"।