Eye Drop (Photo Credits: IANS)

নিউ ইয়র্ক, ১৪ জুলাই:  চোখে (Eye) আবছা দেখছেন? কাছের জিনিস দেখতে পাচ্ছেন না? এবার সমস্যার সমাধান আপনার হাতের মুঠোয় আসতে পারে। চোখে কম দেখলে এবার থেকে আর চশমা ব্যবহার করতে হবে না। মার্কিন মুলুকে (US) এমনই একটি আই ড্রপ আবিষ্কার করা হয়েছে, সেই ওষুধ ব্যবহার করলে, আপনাকে আর চশমার দ্বারস্থ হতে হবে না। ওই আই ড্রপের মাধ্যমে আপনি কাছের সবকিছু স্পষ্ট দেখতে পাবেন। Express.co.uk এর মাধ্য়মে এবার এমনই একটি খবর প্রকাশ্যে আসে।

মার্কিন মুলুকে আবিষ্কৃত ভুইটি ড্রপ দিন একবার করে আপনাকে দুই চোখে ব্যবহার করতে হবে। ভুইটি আই ড্রপ ব্যবহারের ১৫ মিনিটের মধ্যে আপনি ফল পাবেন। দিনে একবার ব্যবহার করলে, ভুইটির ফল আগামী ৬ ঘণ্টা ধরে পাওয়া যাবে বলে জানানো হয়। ভুইটি আই ড্রপ ব্যবহার করলে, তা চশমার কাজ করবে।  চশমা ছাড়াই আপনি সব দেখতে পাবেন বলে জানানো হয়।

আরও পড়ুন: Sri Lanka: প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘের চেয়ার দখল করতে পারে বিক্ষোভকারীরা, পাহারায় সেনা

৪০ থেকে ৫৫ বছর পর্যন্ত যাঁদের বয়স, তাঁদের ক্ষেত্রে ভুইটি আই ড্রপের প্রভাব সবচেয়ে বেশি।  ওই বয়সের মানুষরা চশমার (Glasses) পরিবর্তে ভুইটি আই ড্রপ ব্যবহার করলে, তার ফল হাতেনাতে পাচ্ছেন বলে জানা যায়। সম্প্রতি ৭৫০ জনের উপর এই ভুইটি আই ড্রপ ব্যবহার করা হয়।  যাঁদের বেশিরভাগের বয়স ৪০ থেকে ৫৫ বছরের মধ্যে।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Sandeep Lamichhane Denied US Visa: মিলল না মার্কিন ভিসা, টি-২০ বিশ্বকাপে থাকছেন না সন্দীপ লামিচানে

Joe Biden On Ebrahim Raisi: 'রাইসির হাতে বহু মানুষের রক্ত লেগে', মৃত্যুর পর ইরানের প্রেসিডেন্টকে আক্রমণ বাইডেনের

Israel-Hamas War: হামাসকে খতম করতেই ইজরায়েলের অভিযান, গাজায় 'গণহত্যা' হচ্ছে না, বললেন বাইডেন

Olivia Rodrigo's Video: অনুষ্ঠানের মাঝে বিপত্তি, মঞ্চে প্রায় খুলে পড়ল গায়িকার অন্তর্বাস; দেখুন ভিডিয়ো

S Jaishankar: 'কয়েক দশক ধরে জ্ঞান দেওয়ার অভ্যেস', পশ্চিমী বিশ্বের বিরুদ্ধে কড়া তোপ জয়শঙ্করের

Isarel-Gaza War: রাফায় হামলা বন্ধ না হলে, ইজরায়েলকে অস্ত্র সরবারহ করবে না আমেরিকা, বললেন বাইডেন

Russia Slams US Report On Pannun: খালিস্তানি পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে ভারতের বিরুদ্ধে আমেরিকার রিপোর্ট নস্যাৎ 'বন্ধু' রাশিয়ার

TikTok Sues US Government: জোর করে টিকটক বিক্রি ও নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা মার্কিন মুলুকে, সরকারের বিরুদ্ধে মামলা করল টিকটকের মূল সংস্থা বাইটড্যান্স