Vladimir Putin Meets Kim Jong Un: ২৪ বছর পর কিমের দেশে পুতিন, অস্ত্র চুক্তির আশঙ্কায় ইউক্রেনে অশনি সংকেত

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝে পুতিনের উত্তর কোরিয়ার সফর নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।

Vladimir Putin meets Kim Jong Un (Photo Credits: X)

প্রায় দু দশক পর কিমের দেশে পুতিন। বুধবার ভোরেই উত্তর কোরিয়া পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। পিয়ংইয়ং বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানাতে হাজির ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন (Kim Jong Un)। বিমান থেকে নেমে লাল কার্পেট ধরে হেঁটে এসে করমর্দনের পর 'বন্ধু' কিমকে বুকে টেনে নিলেন পুতিন। তবে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝে পুতিনের উত্তর কোরিয়ার সফর নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।

দীর্ঘ ২৪ বছর পর পুতিন পা দিয়েছেন উত্তর কোরিয়ায়। পুতিন শেষ কিমের দেশে গিয়েছিলেন সেই ২০০০ সালের জুলাই মাসে। পিয়ংইয়ং বিমানবন্দ থেকে কিমের গাড়িতে চেপেই পিয়ংইয়ংয়ের কুমসুসান স্টেট গেস্ট হাউসে পৌঁছন পুতিন (Vladimir Putin)। উত্তর কোরিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি নিয়ে রুশ প্রেসিডেন্টের এই সফর বলে মনে করছে আন্তর্জাতিক মহল। রাশিয়ার সঙ্গে উত্তর করিয়ার অস্ত্র চুক্তি হলে তা ইউক্রেনের জন্যে ডেকে তে চলেছে অশনি সংকেত। কারণ গত কয়েক মাস ধরেই রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়তে গিয়ে বেগ পেটে হচ্ছে কিয়েভকে। তার উপর যদি অস্ত্র চুক্তি সম্পন্ন হয় এবং উত্তর কোরিয়া অবাধে রাশিয়াকে অস্ত্র পাঠাতে থাকে তাহলে পরিস্থিতি একেবারেই ইউক্রেনের প্রতিকুলে চলে যাবে বলেই আশঙ্কা করা হচ্ছে। পূর্বে একাধিকবার আমেরিকা অভিযোগ করেছে, ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে রাশিয়াকে অস্ত্র নিয়ে সাহায্য করছে উত্তর কোরিয়া। তা বন্ধ করার জন্যে দুই দেশের উপর চোখও রাঙিয়েছে হোয়াইট হাউস। যদিও আমেরিকার হুঁশিয়ারির পালটা পরমাণু হামলার ভয় দেখিয়েছিল রাশিয়া।

গত বছর সেপ্টেম্বর মাসে রাশিয়া গিয়েছিলেন কিম। ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়াকে সামরিক ভাবে সাহায্য করবেন বলেই আশ্বস্ত করেছিলেন তিনি। উত্তর কোরিয়ায় সফরের জন্যে 'বন্ধু' পুতিনকে আমন্ত্রণও জানিয়ে এসেছিলেন কিম। সেই আমন্ত্রনে সাড়া দিয়েই বুধবার পিয়ংইয়ং-পৌঁছলেন রুশ নায়ক।



@endif