Virginia Beach Shooting: ভার্জিনিয়ায় সরকারি দপ্তরে বন্দুকবাজের হানা, হত ১২ জন

ভার্জিনিয়ার সরকারি ভবনে বন্দুকবাজের হামলা। মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের।

ভার্জিনিয়ায় বন্দুকবাজের হামলা( Photo Credits: Getty Images)

ভার্জিনিয়া,১ জুন,২০১৯:‌ ভার্জিনিয়ার( Virginia ) সরকারি ভবনে বন্দুকবাজের হামলা। মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৬ জনের। স্থানীয় সময় শুক্রবার বিকেল চারটে নাগাদ ভার্জিনিয়ার একটি সৈকতে সরকারি ভবনে ঘটনাটি ঘটে। অভিযুক্ত নিজে সরকারি কর্মী বলে জানা গিয়েছে। আহতদের মধ্য একজন পুলিস অফিসারও রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভার্জিনিয়া সিটির মিউনিসিপ্যাল অফিসের (Virginia Beach City Municipal Office) একাধিক তলে গিয়ে নির্বিচারে গুলি চালায় (Shooting)ওই কর্মী। যাঁরা মারা গেছেন, প্রায় সকলেই ওই অফিসের কর্মী। তাঁদের পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিস।

ভার্জিনিয়ার পুলিশ প্রধান জানিয়েছেন, বন্দুকবাজ ওই অফিসেরই দীর্ঘদিনের কর্মী। কোনও বিষয় নিয়ে সে অসন্তুষ্ট ছিল।

ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিস। ভার্জিনিয়ার মেয়র ববি ডায়ার বলেন, আগে কখনও এমন ঘটনা এই শহরে ঘটেনি। তাঁরা বাকরুদ্ধ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। তদন্ত শুরু করেছে এফবিআই। এই ঘটনার পরেই ফের আমেরিকার (USA)বন্দুক নীতির সমালোচনা শুরু হয়ে গিয়েছে।