Vladimir Putin Video: চিন সফরে সঙ্গে 'নিউক্লিয়ার ব্রিফকেস' নিয়ে ঘুরছেন পুতিন, প্রকাশ্যে ভিডিয়ো

চেগেট নামে ওই দুটি পারমাণবিক ব্রিফকেস সব সময় পুতিনের বিদেশ সফরের সময় থাকে। যা নিয়ে বিস্তর আলোচনা হলেও, কখনও সেভাবে দেখা যায়নি।

Vladimir Putin (Photo Credit: Twitter)

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বিরল ভিডিয়ো প্রকাশ্যে এল। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে সম্প্রতি বেজিংয়ে যান পুতিন। যেখানে নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা পুতিনের সঙ্গে নৌসেনার দুই অফিসারকে দেখা যায়। নৌবাহিনীর ওই দুই অফিসারের হাতে যে ব্রিফকেস রয়েছে,তাতে পারমাণবিক নির্দেশ দিতে ব্যবহার করা হয়। জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর পুতিনকে যখন হেঁটে যেতে দেখা যায়, সেই সময় তাঁর দুই অফিসারের হাতে দেখা যায় পারমাণবিক ব্রিফকেস। চেগেট নামে ওই দুটি পারমাণবিক ব্রিফকেস সব সময় পুতিনের বিদেশ সফরের সময় থাকে। যা নিয়ে বিস্তর আলোচনা হলেও, কখনও সেভাবে দেখা যায়নি। এবার পুতিন যখন চিন সফরে যান, সেই সময় তাঁর হাতে দেখা যায় ওই পারমাণবিক ব্রিফকেস। যে ফুটেজ প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়ে বিস্তর আলোচনা।

 

প্রসঙ্গত ইউক্রেন যুদ্ধের জেরে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের তরফে পুতিনের বিরুদ্ধেে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। যার জেরে ভারতে আয়োজিত জি ২০ সম্মেলনে তিনি হাজির হতে পারবেন না বলে ক্রেমলিন জানায়। আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের তরফে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোনয়ানা জারির পর এই প্রথম বিদেশ সফরে গেলেন রুশ প্রেসিডেন্ট।