Canada Wildfires Video: কানাডায় দাবানাল, বাড়িঘর পুড়ছে হু হু করে, পালাচ্ছে মানুষ

বিগত কয়েক দশকে এমন দাবানল প্রত্যক্ষ করেনি কানাডা। ফলে ব্রিটিশ কলোম্বিয়ায় যে দাবানল শুরু হয়েছে, তার জেরে আতঙ্কে ঘর ছেড়ে পালাচ্ছেন মানুষ।

Canada Wildfires (Photo Credit: Twitter)

কানাডার ব্রিটিশ কলোম্বিয়া প্রদেশে যে বনাঞ্চল রয়েছে, তা এবার জ্বলতে শুরু করেছে। ফলে ব্রিটিশ কলোম্বিয়া প্রদেশের দাবানলের জেরে যাতে সেখান থেকে ৩৫ হাজার মানুষকে সরানো হয়, সেই নির্দেশ দেওয়া হয়। আল জাজিরার খবর অনুযায়ী মিলছে এই তথ্য। বিগত কয়েক দশকে এমন দাবানল প্রত্যক্ষ করেনি কানাডা। ফলে ব্রিটিশ কলোম্বিয়ায় যে দাবানল শুরু হয়েছে, তার জেরে আতঙ্কে ঘর ছেড়ে পালাচ্ছেন মানুষ। ব্রিটিশ কলোম্বিয়ার পশ্চিম প্রদেশের অবস্থা ক্রমশ ভয়াবহ হচ্ছে। ফলে মানুষ সেখান থেকে প্রাণ হাতে নিয়ে পালাতে শুরু করেছেন।

রিপোর্টে প্রকাশ, ব্রিটিশ কলোম্বিয়ার পশ্চিম প্রদেশে প্রায় দেড় লক্ষ মানুষের বসবাস। ফলে সাধারণ মানুষকে কীভাবে নিরাপদে সরানো যায়, দাবানলের হাত থেকে করা যায় রক্ষা, সে বিষয়ে প্রচেষ্টা শুরু হয়েছে প্রশাসনের তরফে।

 



@endif