Egypt Air: মাঝ আকাশে বিমানযাত্রীর গায়ে পড়ল গরম পানীয়, ইজিপ্ট এয়ারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন মহিলা

গায়ের ওপর গরম পানীয় পড়ায় ইজিপ্ট এয়ারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন এক মহিলা। গত ফেব্রুয়ারি মাসে ৩৫ বছর বয়সী নিউ ইয়র্ক নিবাসী এসরা হেজাইন এফ কেনডি বিমানবন্দর থেকে কায়রোর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

ইজিপট এয়ার (ছবিঃWikimedia commons)

গায়ের ওপর গরম পানীয় পড়ায় ইজিপ্ট এয়ারের (Egypt Air) বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন এক মহিলা। গত ফেব্রুয়ারি মাসে ৩৫ বছর বয়সী নিউ ইয়র্ক নিবাসী এসরা হেজাইন এফ কেনডি বিমানবন্দর থেকে কায়রোর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই সময় বিমানকর্মীদের অসাবধানতায় ঘটনাটি ঘটে। সম্প্রতি আইনজীবীর সহায়তায় ব্রুকলিন ফেডারেল কোর্টে এই নিয়ে মামলা দায়ের করেন। এবং ইজিপ্ট এয়ারের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণের দাবি করেন। ঘটনাটি নিয়ে সংস্থার কর্তৃপক্ষ এখনও কোনও মন্তব্য করেনি।

হেজাইনের আইনজীবী জানিয়েছেন, টাব্যুলেন্স চলাকালিন গরম পানীয় দিচ্ছিলেন বিমান সেবিকারা। ফলে সেই সময় ওই পানীয় তাঁর উরু, তলপেট এবং নিতম্বে পড়ে। ঘটনার পর সেকেন্ডে ডিগ্রি বার্ন নিয়ে হেজাইন হাসপাতালে ভর্তি হন। আপাতত তিনি সুস্থ রয়েছেন। তবে কেন টার্ব্যুলেন্সের সময় গরম পানীয় দেওয়া হচ্ছিল, এই প্রশ্ন নিয়েই আদালতের দারস্থ হয়েছেন ওই মহিলা। যদিও ঘটনার দিন বিমান কর্মী ও কর্তৃপক্ষ তাঁর কাছে ক্ষমা চায় এবং বিমান থেকে নামার পর তাঁকে হাসপাতালেও ভর্তি করানোর ব্যবস্থা করেছিলেন বলে জানা গিয়েছে।



@endif