United State: স্কুলের মধ্যেই ছাত্রকে যৌন নির্যাতন, সহপাঠীদের লুকআউট রিপোর্টের ভিত্তিতে গ্রেফতার শিক্ষিকা

আমেরিকায় এক ১৬ বছরের ছাত্রকে স্কুলের মধ্যেই ধর্ষণ করল এক শিক্ষিকা। জানা যাচ্ছে, চলতি বছরের জানুয়ারি মাসে ঘটনাটি ঘটেছিল মিসৌরি এলাকায়।

আমেরিকায় এক ১৬ বছরের ছাত্রকে স্কুলের মধ্যেই ধর্ষণ করল এক শিক্ষিকা। জানা যাচ্ছে, চলতি বছরের জানুয়ারি মাসে ঘটনাটি ঘটেছিল মিসৌরি (Missouri) এলাকায়। অভিযোগ, স্কুলে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর অঙ্কের শিক্ষক হেইলি ক্লিফটন-কারম্যাক ওই ছাত্রকে বাইরে বেরোতে বারণ করে। তারপরেই দরজা বন্ধ করে তাঁর ওপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। ঘটনার সময় তাঁর সহপাঠীরা রুমের বাইরে দাঁড়িয়ে বিষয়টি দেখে। পুলিশসূত্রে খবর, ঘটনাটির পর নির্যাতিত ছাত্রের পরিবার থানায় অভিযোগ জানায়। তারপর তাঁর শারীরিক পরীক্ষাতেও নির্যাতনের প্রমাণ পাওয়া গিয়েছে। এরপর জানুয়ারি মাসেই তাঁকে গ্রেফতার করা হলে তিনি জামিনে ছাড়া পান।

অবশেষে এই মামলায় সহপাঠীদের লুকআউট রিপোর্টের মাধ্যমে ১১ অক্টোবর দোষী সাব্যস্ত হন হেইলি ক্লিফটন-কারম্যাক। বর্তমানে তাঁকে চার বছরের জন্য গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে আরও কড়া শাস্তিও হতে পারে বলে জানানো হয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে, ঘটনার পর ওই কিশোর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘটনার দিন তাঁর পিঠে, মুখে আঁচড়ানোর দাগও ছিল। অন্যদিকে অভিযুক্ত বছর ২৬-এর চিকিৎসক নিজেকে নির্দোষ দাবি করে পাল্টা মামলা করেছেন।



@endif