US: উধাও ৫,৮০০ ডলার মূল্যের হুইস্কির বোতল ! তদন্তে মার্কিন প্রশাসন

জাপানের তরফে একটি মূল্যবান উপহার পেয়েছিলেন আমেরিকার প্রাক্তন বিদেশ সচিব মাইক পম্পেও। বর্তমানে সেই উপহারটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সেটির খোঁজ পেতে তদন্ত শুরু করেছে মার্কিন প্রশাসন। উপহারটি হল ৫ হাজার ৮০০ মার্কিন ডলার মূল্যের হুইস্কির বোতল।

মাইক পম্পেও (Photo Credits: Twitter)

ওয়াশিংটন, ৫ অগাস্ট: জাপানের তরফে একটি মূল্যবান উপহার পেয়েছিলেন আমেরিকার প্রাক্তন বিদেশ সচিব মাইক পম্পেও। বর্তমানে সেই উপহারটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সেটির খোঁজ পেতে তদন্ত শুরু করেছে মার্কিন প্রশাসন। উপহারটি হল ৫ হাজার ৮০০ মার্কিন ডলার মূল্যের একটি হুইস্কির বোতল।

মার্কিন সংবাদমাধ্যমগুলি বুধবার জানিয়েছে যে জাপানি কর্মকর্তারা ২০১৯ সালে ২৪ জুন মার্কিন বিদেশ সংক্রান্ত দফতরের হাতে বোতলটি তুলে দিয়েছিল। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, পম্পেও সে সময় সৌদি আরব সফরে ছিলেন। তাই তিনি নিজে উপহারটি গ্রহণ করেছিলেন কি না তা স্পষ্ট নয়। আরও পড়ুন: Taliban: আফগান সীমান্তে নৃশংস 'হত্যালীলা' তালিবানের, প্রাণ হাতে পালাচ্ছেন স্থানীয়রা

মার্কিন সরকারের আধিকারিকরা ৩৯০ ডলারেরও কম মূল্যের উপহার রাখতে পারেন নিজেদের কাছে। কিন্তু তার বেশি মূল্যের উপরে কিছু হলে তা কিনতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, হুইস্কির এই বোতলটির জন্য সরকারকে অর্থ দেওয়া হয়নি। পম্পেওর এক আইনজীবী বলেছেন, প্রাক্তন বিদেশ সচিব সিআইএ-র প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। নিখোঁজ বোতল সম্পর্কে তিনি জানেন না।