Joe Biden Congratulates Narendra Modi: ইরানের বন্দরের সঙ্গে চুক্তির জেরে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে ফের মোদীকে শুভেচ্ছা বাইডেনের, দিলেন ভারতের সঙ্গে বন্ধুত্বের বার্তা
ইরানের চাবাহার বন্দরের সঙ্গে ভারতের চুক্তির জেরে আমেরিকার সঙ্গে দিল্লির সম্পর্ক খারাপ হতে পারে বলে সম্প্রতি সুর চড়ায় ওয়াশিংটন। এমনকী দিল্লি যদি চাবাহার বন্দর নিয়ে ইরানের সঙ্গে চুক্তি বাতিল না করে, তাহলে ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলেও মার্কিন মুলুকের তরফে সুর চড়ানো হয়।
দিল্লি, ৫ জুন: এনডিএ (NDA) জোটের তরফে সর্বসম্মতিক্রমে নরেন্দ্র মোদীকে (Narendra Modi) তাদের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এনডিএ-র নেতার পাশাপাশি নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবেও দেখা যাবে বলে জানান অমিত শাহ। এসবের মাঝে এবার নরেন্দ্র মোদী এবং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অর্থাৎ এনডিএ-কেও শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারত এবং আমেরিকার মধ্যে পারস্পরিক বন্ধুত্ব এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও মজবুদ হবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন: Narendra Modi: সর্বসম্মতিতে NDA-এর নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী, ট্য়ুইট শাহ-র
দেখুন বাইডেনের ট্যুইট...
প্রসঙ্গত ইরানের চাবাহার বন্দরের সঙ্গে ভারতের চুক্তির জেরে আমেরিকার সঙ্গে দিল্লির সম্পর্ক খারাপ হতে পারে বলে সম্প্রতি সুর চড়ায় ওয়াশিংটন। এমনকী দিল্লি যদি চাবাহার বন্দর নিয়ে ইরানের সঙ্গে চুক্তি বাতিল না করে, তাহলে ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলেও মার্কিন মুলুকের তরফে সুর চড়ানো হয়। যার উত্তরে বিদেশ মন্ত্রকও কড়া জবাব দেয়। পশ্চিমী দেশগুলির দাদাগিরির অভ্যেস এখনও নির্মূল হয়নি বলে পালটা কড়া মন্তব্য় করে দিল্লি।