Joe Biden On Xi Jinping: চিনের জিনপিংকে 'একনায়ক' বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

চিনের জিনপিংয়ের সঙ্গে বাইডেনের বৈঠকের শেষে মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হয়, তিনি এখনও জিনপিংকে 'একনায়ক' বলে মনে করেন কি না। যার উত্তরে বাইডেন বলেন, শি-কে একনায়ক বলার অর্থ রয়েছে, কারণ চিন পরিচালিত হয় কমিউনিস্ট ভাবধারায় ভাবিত হয়েছে।

Joe Biden, Xi Jinping (Photo Credit: Instagram)

দিল্লি, ১৬ নভেম্বর: আমেরিকার সঙ্গে চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ফের জোরদার টানাপোড়েন শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে 'একনায়ক' বলে তোপ দাগেন। চিনের জিনপিংয়ের সঙ্গে বাইডেনের বৈঠকের শেষে মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হয়, তিনি এখনও  জিনপিংকে 'একনায়ক' বলে মনে করেন কি না। যার উত্তরে বাইডেন বলেন, শি-কে একনায়ক বলার অর্থ রয়েছে, কারণ চিন পরিচালিত হয় কমিউনিস্ট ভাবধারায় ভাবিত। চিনের সরকারের সঙ্গে মার্কিন সরকারের কোনও তুলনাই চলে না বলে মন্তব্য করেন শি জিনপিং। আমেরিকার সঙ্গে চিনের মতাদর্শ মেলে না। চিন এবং আমেরিকার ভাবধারা সম্পূর্ণ আলাদ বলেও মন্তব্য করেন জো বাইডেন।

মার্কিন, চিন শীর্ষ বৈঠক সম্প্রতি সম্পন্ন হয় ক্যালিফোর্নিয়ায়। সেখানকার একটি  প্রাসাদে সমাপ্ত হয় মার্কিন, চিন শীর্ষ বৈঠক। যেখানেজো বাইডেন  এবং জিনপিং একযোগে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং দুই দেশের মত পার্থক্যের জন্য যাতে কোনও তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্থ না হয়, সে বিষয়ে সচেষ্ট থাকবেন বলে জানান।