New York: বাড়ির জানলা ভেঙে ঘরে ঢুকে যুবতিকে ধর্ষণ করল এক আততায়ী! সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তের খোঁজৈ পুলিশ

Representational Image (Photo Credits: PTI)

বিশ্বের অন্যতম নিরাপদ শহরে এখন অসুরক্ষিত মহিলারা। বিগত কয়েকমাসে একের পর এক নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে। গত শনিবার ভোররাতে নিউ ইয়র্ক (New York) সংলগ্ন এলাকায় এক মহিলার অ্যাপার্টমেন্টের জানলা ভেঙে ঘরে ঢুকে ধর্ষণ করে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। ইতিমধ্যেই সেই মহিলা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে। জানা যাচ্ছে হোয়াইট প্ল্যানস রোডের পূর্ব ২৩০ স্ট্রিটের কাছে ওয়েকফিল্ড রেসিডেন্সে বছর ২০-র ওই যুবতি থাকতেন।

পুলিশ জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ৪টে নাগাদ মহিলা জানলা ভাঙার আওয়াজ পান। ঘুম থেকে উঠে দেখে তাঁর ঘরে এক যুবক ঢুকেছে। এরপর তাঁর ওপর যৌন নির্যাতন চালায়। মহিলা আপাতত স্থানীয় হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থীতিশীল। অন্যদিকে যুবতির বাড়ির পাশ থাকা একটি সিসিটিভি ক্যামেরা ওই অভিযুক্ত ব্যক্তিকে দেখা গিয়েছে। ক্যামেরায় দেখা গিয়েছে, ধর্ষণ করার পর তিনি মহিলার বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায়। পরনে ছিল সাদা টি শার্ট ও কালো শর্ট প্যান্ট। আপাতত ওই যুবকের খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ।

আশেপাশে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তাঁরা ওই যুবককে আগে কখনও এলাকায় দেখেনি। ফলে ওই আততায়ীর নাম পরিচয় এখনও কিছুই জানা যায়নি। তবে কীভাবে পরিকল্পনা মাফিক ওই মহিলার জানলা ভেঙে ঘরে ঢুকল সেই বিষয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। গোটা ঘটনার পর স্থানীয়রা যথেষ্ট আতঙ্কিত রয়েছে।



@endif