US Horror: যৌনকর্মী-সহ ৭০ মহিলাকে খুন, আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় হত্যার অভিযোগ

ডোনাল্ড ডিনের মেয়ে দাবি করেন, খুনের পর তাঁর বাবা যেখানে মৃতদেহগুলি কবর দিয়ে রেখেছেন, সেই জায়গা তিনি চেনেন। শুধু তাই নয়, তাঁর পোষ্যও জানে, অভিুক্ত ডোনাল্ড ডিন কোথায় যৌনকর্মী সহ ৭০ জনের মৃতদেহ কোথায় কবর দিয়ে রেখেছে।

Representational Image

নিউ ইয়র্ক, ২৭ অক্টোবর: পরপর ৭০ জন মহিলাকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। যাঁদের মধ্যে বেশিরভাগ যৌনকর্মী। মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়াতে এক মহিলা অভিযোগ করেন, তাঁর বাবা পরপর ৭০ জন মহিলাকে খুন করেছেন। যাঁদের বেশিরভাগ যৌনকর্মী। ডোনাল্ড ডিন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আমেরিকার ইতিহাসে ওই ব্যক্তি সবচেয়ে বড় খুনি বলে প্রমাণিত হবে বলে খবর।

রিপোর্টে প্রকাশ, ডোনাল্ড ডিনের মেয়ে দাবি করেন, খুনের পর তাঁর বাবা যেখানে মৃতদেহগুলি কবর দিয়ে রেখেছেন, সেই জায়গা তিনি চেনেন। শুধু তাই নয়, তাঁর পোষ্যও জানে, অভিুক্ত ডোনাল্ড ডিন কোথায় যৌনকর্মী সহ ৭০ জনের মৃতদেহ কোথায় কবর দিয়ে রেখেছে।

জানা যাচ্ছে, খুনের পর ডোনাল্ড ডিন পাহাড়ের উপর থেকে মৃতদেহগুলিকে ছুঁড়ে কুঁয়োর মধ্যে ফেলে দিত। ১০০ ফুঁট গভীর কুঁয়োর মধ্যে পড়ে স্তূপীকৃত হয়ে থাকত একের পর এক মৃতদেহ। প্রসঙ্গত ২০১৩ সালে ৭৫ বছরে মৃত্যু হয় ডোনাল্ড ডিনের। তবে কী কারণে ডোনাল্ড ডিন ৭০ জন মহিলাকে খুন করল, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।