Covid-19 Infected Cats: মার্কিন মুলুকে প্রথম করোনায় আক্রান্ত ২ পোষ্য বিড়াল
এই প্রথম মার্কিন মুলুকের দুই পোষা বিড়ালের শরীরে মিলল করোনাভাইরাসের জীবাণু। তবে পশুদের রুটিন টেস্টের পক্ষে কেউ মতামত দেয়নি। সেদেশের রোগ পর্তিরোধ কেন্দ্র ও পশু চিকিৎসালয়ের তরফে এই সংক্রমণের খবর নিশ্চিত করা হয়েছে। তবে এই দুই পোষ্যর মতো অন্য পশুদের শরীরে জীবাণু সংক্রণ ঘটেছে, তা মানতে নারাজ কর্তৃপক্ষ। এই সংক্রামিত দুই বিড়াল একই বাড়িতে থাকত, এমন নয়। তারা দুজনেই নিউইয়র্কের (New York) দুই প্রান্তে বসবাস করেছে এতদিন। দুজনেই জ্বর সংক্রান্ত অসুস্থতায় ভুগছে। মনে করা হচ্ছে খুব শিগগির তারা সুস্থ হয়ে উঠবে। তবে যে বাড়ির বিড়াল করোনা সংক্রামিত, সেবাড়ির কোনও সদস্যের শরীরেই কোভিড-১৯ পজিটিভ মেলেনি।
ওয়াশিংটন, ২৩ এপ্রিল: এই প্রথম মার্কিন মুলুকের দুই পোষা বিড়ালের শরীরে মিলল করোনাভাইরাসের জীবাণু। তবে পশুদের রুটিন টেস্টের পক্ষে কেউ মতামত দেয়নি। সেদেশের রোগ পর্তিরোধ কেন্দ্র ও পশু চিকিৎসালয়ের তরফে এই সংক্রমণের খবর নিশ্চিত করা হয়েছে। তবে এই দুই পোষ্যর মতো অন্য পশুদের শরীরে জীবাণু সংক্রণ ঘটেছে, তা মানতে নারাজ কর্তৃপক্ষ। এই সংক্রামিত দুই বিড়াল একই বাড়িতে থাকত, এমন নয়। তারা দুজনেই নিউইয়র্কের (New York) দুই প্রান্তে বসবাস করেছে এতদিন। দুজনেই জ্বর সংক্রান্ত অসুস্থতায় ভুগছে। মনে করা হচ্ছে খুব শিগগির তারা সুস্থ হয়ে উঠবে। তবে যে বাড়ির বিড়াল করোনা সংক্রামিত, সে বাড়ির কোনও সদস্যের শরীরেই কোভিড-১৯ পজিটিভ মেলেনি। আরও পড়ুন- Work From Tree: গ্রামে নেটওয়ার্ক নেই, গাছে চড়ে লকডাউনের বাজারে অনলাইন ক্লাস নিচ্ছেন শিক্ষক
বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে সংক্রামিত হয়েছে মাত্র কয়েকটি পশু। যারা সংক্রামিত কোনও ব্যক্তির সংস্পর্শে এসেছে। নিউইয়র্কে বুধবার বিকেল পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজার ৫৮৯। নিউইয়র্ক শহরেও ১ লক্ষ ১৪ হাজার ২৩৫ জন সংক্রমণে ভুগছে। গোটা স্টেটে মৃতের সংখ্যা ১৫ হাজার ৩০২ জন। মার্কিন মুলুকে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৩৯ হাজার ৮৩৬ জন। মৃত ৪৬ হাজার। সবমিলিয়ে মারণ ভাইরাসের কবলে ২.৬ মিলিয়ন জন সংখ্যা। জনহপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে বিশ্ব করোনার বলি ১ লক্ষ ৮২ হাজার।