US: হাওয়াইতে দাবানল, মৃতের সংখ্যা বেড়ে ৫৩

এলাকার স্থানীয়দের সরিয়ে অনত্র্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

হাওয়াইয়ের লাহাইনাতে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩। মাউয় কাউন্টি তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "আগুন নেভানোর কাজ তৎপরতার সঙ্গে চলছে, আরও ১৭ জনের মৃতের খবর এসেছে, এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৩।"

বুধবার ১৪ হাজারেও বেশি মানুষকে স্থানান্তরিত করা হয়েছে মাউয় এলাকা থেকে।এর পাশাপাশি আরও ১৪,৫০০ মানুষকে সরানো হবে বলে জানা গেছে।

অগ্নিকান্ডের জেরে বিদ্যুৎ বিপর্য দেখা দিয়েছে এলাকায়। যার ফলে প্রায় ১১ হাজার মানুষ একনও বিদ্যু ছাড়াই রয়েছেনব এলাকায়।বৃহষ্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তরফে হাওয়াইয়ের দাবানলকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করেছেন।এবং উপদ্রুত এলাকাগুলিতে যাতে সাহায্য পাঠিয়ে দেওয়া হয় তার ব্যবস্থা করতে বলেছেন।

অস্থায়ী ভাবে বাড়ি তৈরি করা, বাড়ি মেরামতি করার জন্য সাহায্য দেওয়া হবে রাষ্ট্রের তরফে।অগাস্টের ৮ তারিখ থেকে শুরু হওয়া এই আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে বহু ঘরবাড়ি। পুড়ে গিয়েছে প্রায় এলাকার ৮০ শতাংশ বনভূমি।