UN Secretary-General Antonio Guterres: নাবালকরা হাতে তুলে নিচ্ছে অস্ত্র, উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ

সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে, সেনা বাহিনীর ছোঁড়া পেলেটসে ১৯ কিশোরের চোখ নষ্ট হয়েছে। ৪ জন আহত জঙ্গিদের ছোঁড়া গুলিতে। বাকি ৭ জন আহত জঙ্গিদের সঙ্গে সেনা বাহিনীর গুলির লড়াইয়ের জেরে।

Antonio Guterres (Photo Credit: Instagram)

জেনেভা, ১২ জুলাই:  'সশস্ত্র বাহিনীতে' (Armed Groups) ভারতীয় (Indian) কিশোরদের যোগদান যেভাব বাড়ছে, তাতে চিন্তা প্রকাশ করলেন রাষ্ট্রসংঘের জেনারেল সেক্রেটারি অ্যান্টনিও গুরেটস ( Antonio Guterres )। রাষ্ট্রসংঘের জেনারেল সেক্রেটারি বলেন, ২০২১ সালে কাশ্মীরে ১৮ কিংবা তার কম বয়সীরা যেভাবে সশস্ত্র বাহিনীতে যোগ দিচ্ছে, তা ক্রমাগত চিন্তা বাড়ছে। সম্প্রতি কাশ্মীর থেকে ৩৩ জনকে গ্রেফতার করা হয়। ওই ৩৩ কিশোরের বয়সই ১৮-র কম। ১৮-র কম বয়সীদের যোগদান নিয়ে চিন্তা প্রকাশ করা হয়েছে রাষ্ট্রসংঘের তরফে।

সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে, সেনা বাহিনীর ছোঁড়া পেলেটসে ১৯ কিশোরের চোখ নষ্ট হয়েছে। ৪ জন আহত জঙ্গিদের ছোঁড়া গুলিতে। বাকি ৭ জন আহত জঙ্গিদের সঙ্গে সেনা বাহিনীর গুলির লড়াইয়ের জেরে। সবকিছু মিলিয়ে ১৮ কিংবা তার কম বয়সীদের যোগদান সশস্ত্র বাহিনীতে ক্রমাগত বাড়ছে, তার জেরে চিন্তা প্রকাশ করা হয়েছে রাষ্ট্রসংঘের (UN) তরফে।

আরও পড়ুন: Sri Lanka: রাজাপাক্ষে পালাতেই প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ল কয়েক হাজার মানুষ, প্রবল বিক্ষোভ শ্রীলঙ্কায়

জম্মু কাশ্মীরের পাশাপাশি, অসম, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও ক্রমাগত কিশোরদের যোগদান সশস্ত্র বাহিনীতে যেবাবে বাড়ছে, তাতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে রাষ্ট্রসংঘের তরফে।



@endif