UK: 'বিকৃত' যৌনচার, প্রস্থেটিক পেনিসের মাধ্যমে মহিলা, পুরুষের সঙ্গে 'সেক্স ' ট্রান্সজেন্ডারের
রিপোর্টে প্রকাশ, যৌনতার সময় পোশাক দিয়ে নিজের যৌনাঙ্গ ঢেকে রাখতেন তারজিৎ সিং। কোনও মহিলা বা পুরুষ যাতে তাঁর কুকীর্তির কথা জানতে না পারেন, তারজন্য একাধিক পরিকল্পনা করেন তারজিৎ।
প্রস্থেটিক পেনিস (Prosthetic Penis) ব্যবহার করে যৌন (Sex) সম্পর্কে লিপ্ত হওয়ায় এবার ১০ বছরের জন্য জেলে যেতে হল এক ট্রান্সজেন্ডারকে। লন্ডনে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। রিপোর্টে প্রকাশ, লন্ডনে বসবাসকারী তারজিৎ সিং প্রস্থেটিক যৌনাঙ্গ ব্যবহার করে দুই মহিলা এবং এক কিশোরের সঙ্গে যৌনতায় লিপ্ত হন। বছর ৩২-এর তারজিতের ওই কীর্তি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা শুরু হয়। এরপর তারজিৎ সিংকে গ্রেফতার করা হলে, তাঁক ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে আদালত।
রিপোর্টে প্রকাশ, যৌনতার সময় পোশাক দিয়ে নিজের যৌনাঙ্গ ঢেকে রাখতেন তারজিৎ সিং। কোনও মহিলা বা পুরুষ যাতে তাঁর কুকীর্তির কথা জানতে না পারেন, তারজন্য একাধিক পরিকল্পনা করেন তারজিৎ। পোশাক দিয়ে যৌনাঙ্গ আবৃত করেই নিজের কুকীর্তি চালাতেন লন্ডডেনর ওই ট্রান্সজেন্ডার।
আরও পড়ুন: Monkeypox: মাঙ্কিপক্সে আক্রান্ত মা জন্ম দিলেন সুস্থ সন্তান, আতঙ্কের মাঝে স্বস্তির নিঃশ্বাস আমেরিকায়
ঘটনা প্রকাশ্যে আসতেই তারজিৎ সিংকে গ্রফতার করা হয় এবং শাস্তির নিদান দেয় আদালত।