Two Navy Choppers Collided in Malaysia: ট্রেনিং চলাকালিন মাঝআকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ! মৃত ১০

মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মালেশিয়ায়।  মঙ্গলবার সকালে মালেশিয়ার নৌবাহিনী ১০ জন সদস্য দুটি হেলিকপ্টারে ট্রেনিং করছিলেন। আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় দুই কপ্টারের। আর তাতেই মৃত্যু ঘটে ১০ জনের। ঘটনাটি ঘটেছে নর্থান লুমুট এলাকায়, এখানেই নৌবিভাগের সদর দফতর রয়েছে।

জানা যাচ্ছে, কপ্টার দুটি মুখোমুখি সংঘর্ষ হয়ে স্থানীয় একটি স্টেডিয়ামে আছড়ে পড়ে। এবং অপরটি স্থানীয় সুইমিং পুলে। ওই সময় আকাশে আরও কয়েকটি কপ্টার যুবক-যুবতীদের ট্রেনিং দিচ্ছিল। সেই সময় রয়েল মালেশিয়ান নেভির অগাস্টা ওয়েল্টল্যান্ড কপ্টার ইউরোকপ্টার ফেনেক কপ্টারে সজোরে ধাক্কা মারে।

অগাস্টাতে সেই সময় ৭ জন সদস্য এবং ইউরোকপ্টারে ৩ জন সদস্য  ছিলেন। সকলেই ঘটনাস্থলে মারা যান। উদ্ধারকারী দল পৌঁছে ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করে দিয়েছে। জানা যাচ্ছে, দেহগুলি উদ্ধার করা হয়ে গিয়েছে।। গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন মালেশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। কী কারণে এই সংঘর্ষ হল তার তদন্ত শুরু করেছে মালেশিয়ার প্রশাসন।