Sydney: রেল লাইনে পড়ে গিয়েছিল যমজ দুই কন্যা সন্তান, তাঁদের বাঁচাতে রেল লাইনে ঝাঁপ বাবার, হল না শেষরক্ষা
মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল সিডনির কার্লটন রেলওয়ে স্টেশন। দুই যমজ কন্যাসন্তানকে নিয়ে রবিবার ঘুরতে বেরিয়েছিলেন তাঁদের বাবা-মা। কিন্তু একটু অসাবধানতার জন্য ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।
মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল সিডনির কার্লটন রেলওয়ে স্টেশন। দুই যমজ কন্যাসন্তানকে নিয়ে রবিবার ঘুরতে বেরিয়েছিলেন তাঁদের বাবা-মা। কিন্তু একটু অসাবধানতার জন্য ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। জানা যাচ্ছে প্র্যামে (Pram) বসিয়ে দুই বছরের দুই মেয়েকে নিয়ে স্টেশনে এসেছিলেন তাঁরা। কিন্তু প্লাটফর্ম মসৃন মেঝে থাকার জন্য গাড়িটি গড়িয়ে চলে যায় রেল লাইনে। অন্যদিক থেকে দ্রুতগতিতে আসছিল একটি ট্রেন। বাচ্চাদের বাঁচাতে লাইনে ঝাঁপ দেয় মেয়ে দুটির বাবা। একজনকে সফলভাবে বাঁচালেও অপরজন এবং খোদ ওই ব্যক্তি ট্রেনের চাকায় কাটা পড়ে যায়। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে। গোটা ঘটনার পর অবাক মৃতের মহিলা এবং স্টেশনে যাত্রীরা। মর্মান্তিক এই দুর্ঘটনার পর আহত শিশুকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশসূত্রে খবর, এদিন সকালে স্টেশন থেকে প্লাটফর্মে লিফটে করে নেমেছিলেন ওই দম্পতি। নামার প্র্যামের চাকা লক করতে ভুলে গিয়েছিলেন তাঁরা। আর তাতেই ঘটে বিপত্তি। ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। এরমধ্যে কখন প্র্যামের চাকা গড়াতে শুরু করছিল তা বুঝে উঠতে পারেননি ওই স্বামী-স্ত্রী। চাকা গড়াতে গড়াতে যখন গাড়িটি রেল লাইনে চলে যায় তখন তাঁরা ঘটনা দেখতে পায়। আর সেই সময়ই উল্টো দিক থেকে আসছিল ট্রেন। আর তখনই কিছু না ভেবে রেল লাইনে ঝাঁপ দেয় বছর ৪০-এর ওই ব্যক্তি।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনার কারণে ওই লাইনে দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ ছিল। ঘটনার পর সেন্ট জর্জ হাসপাতালে আহত বাচ্চা ও ও মহিলাকে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য বাচ্চাটিকে ছেড়ে দেওয়া হয়।