Turkish President Erdogan: 'হামাস কোনও জঙ্গি সংগঠন নয়', মন্তব্য তুরস্কের এরদোগানের

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, হামাস কোনও জঙ্গি সংগঠন নয়। হামাস এমন একটি সংগঠন, যারা নিজেদের ভূমি রক্ষার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

Turkish President Erdogan (Photo Credit: Wikipedia)

যতদিন গড়াচ্ছে, তত বাড়ছে ইজরায়েল এবং হামাসের যুদ্ধের বহর। এবার হামাসকে নিয়ে বড় মন্তব্য করলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, হামাস কোনও জঙ্গি সংগঠন নয়। হামাস এমন একটি সংগঠন, যারা নিজেদের ভূমি রক্ষার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্টের এমন মন্তব্যের জেরে ফের আলোচনা শুরু হয়েছে। হামাস জঙ্গি সংগঠন নয় বলে এরদোগান যেমন বলেন, তার পাশাপাশি আরও বলেন, ইজরায়েল এবং হামাস নিজেদের লড়াই বন্ধ করুক। সেই সঙ্গে শান্তি রক্ষায় মুসলিম দেশগুলিকে শান্তি রক্ষায় একসঙ্গে কাজ করারও আহ্বান জানান এরদোগান।

গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। যার জেরে এক নাগাড়ে ১৪০০ মানুষের মৃত্যু হয়। ৭ অক্টোবর হামাসের হামলার পর, ইজরায়েল পালটা হানাদারি চালায় গাজায়। হামাস নিধনে অভিযান চলবে বলে কড়া সুরে জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।