Turkish Currency: ক্রমবর্ধমান ব্যয়ের কারণে আকার কমিয়ে দেওয়া হয়েছে তুরস্ক কয়েন 'লিরা'র

এ ধরনের পরিবর্তন কয়েন উৎপাদনে খরচের ক্ষেত্রে ৩০ শতাংশ সাশ্রয় করেছে

Turkish Currency Lira (Photo Credit: Twitter)

ইস্তাম্বুল, ১৪ এপ্রিল: স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ক্রমবর্ধমান টাকশাল খরচ মোকাবেলায় তুর্কি মুদ্রা লিরার মুদ্রার আকার কমিয়ে দিয়েছে তুর্কি স্টেট মিন্ট। বৃহস্পতিবার NTV-এর খবরে বলা হয়, ওয়ান-লিরা এবং হাফ-লিরা কয়েনগুলো এখন আধা মিলিমিটার পাতলা এবং তামা, জিঙ্ক এবং নিকেলের একটি ভিন্ন গঠন রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, ওয়ান লিরা কয়েনের ওজন ৮.২ গ্রাম থেকে কমিয়ে ৬.৬ গ্রাম করা হয়েছে। আর হাফ লিরা কয়েনের ওজন ৬.৮ গ্রাম থেকে কমিয়ে ৫.৫ গ্রাম করা হয়েছে। গত ১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো এ ধরনের পরিবর্তন কয়েন উৎপাদনে খরচের ক্ষেত্রে ৩০ শতাংশ সাশ্রয় করেছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, পরিবর্তনের আগে এক লিরার কয়েন তৈরির খরচ ছিল প্রায় ৩.৪৮ লিরা।

২০২২ সালের শুরু থেকে মার্কিন ডলারের বিপরীতে ৭০ শতাংশের বেশি মূল্য হারানো লিরা মার্চের শুরু থেকে গ্রিনব্যাকের বিপরীতে নতুন রেকর্ড সর্বনিম্নে নেমে এসেছে। বৃহস্পতিবার এক ডলারের দাম দাঁড়িয়েছে ১৯.৩২ লিরাসে। দেশটির বাজার ভয়াবহ ভূমিকম্পের ফলে সৃষ্ট অর্থনৈতিক প্রভাব দ্বারা প্রভাবিত হয়েছে। এর মধ্যে আগামী ১৪ মে অনুষ্ঠেয় রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন অনিশ্চয়তা বাড়িয়ে দিচ্ছে। তারা নির্ধারণ করবে প্রেসিডেন্ট তাইয়্যেব এরদোগানের অধীনে তুরস্ক অ-ঐতিহ্যবাহী নীতি অব্যাহত রাখবে নাকি বিরোধীদের প্রতিশ্রুতি অনুযায়ী গোঁড়ামিতে ফিরে যাবে।



@endif