Tibet Airlines Plane Catches Fire: রানওয়ে থেকে ছিটকে গিয়ে আগুন লাগল তিব্বত এয়ারলাইন্সের বিমানে, দেখুন ভিডিও

টেক অফ (Take Off) করার সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে আগুন (Fire) লেগে গেল চিনা বিমানে। আজ সকালে চিনের চংকিং বিমানবন্দরে (Chongqing Airport) এই ঘটনাটি ঘটেছে। টেক অফ করার সময় তিব্বত এয়ারলাইন্সের (Tibet Airlines) বিমানটি রানওয়ে থেকে ছিটকে যায়, তারপর বিমানে আগুন লেগে যায়। যদিও আগুন লাগার ঘটনায় কেউ নিহত হয়নি। ১১৩ জন যাত্রী ও ৯ জন বিমান কর্মীদের সুরক্ষিত অবস্থায় বের করে আনা হয়েছে। অল্প কয়েকজন যাত্রীর হালকা আঘাত লেগেছে। তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

Plane Catches Fire At China

চংকিং, ১২ মে: টেক অফ (Take Off) করার সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে আগুন (Fire) লেগে গেল চিনা বিমানে। আজ সকালে চিনের চংকিং বিমানবন্দরে (Chongqing Airport) এই ঘটনাটি ঘটেছে। টেক অফ করার সময় তিব্বত এয়ারলাইন্সের (Tibet Airlines) বিমানটি রানওয়ে থেকে ছিটকে যায়, তারপর বিমানে আগুন লেগে যায়। যদিও আগুন লাগার ঘটনায় কেউ নিহত হয়নি। ১১৩ জন যাত্রী ও  ৯ জন বিমান কর্মীদের সুরক্ষিত অবস্থায় বের করে আনা হয়েছে। অল্প কয়েকজন যাত্রীর হালকা আঘাত লেগেছে। তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বিমানে আগুন লাগার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। দেখা যাচ্ছে দাউদাউ করে জ্বলছে বিমান। কালো ধোঁয়াতে ভরে গিয়েছে চারপাশ। যাত্রীরা দৌড়ে সরে যাচ্ছেন ওই জায়গা থেকে। দমকলের কয়েকটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। আরও পড়ুন: Pakistan: পাকিস্তানে ভেঙে পড়ল হাসানাবাাদ সেতু, দেখুন ভয়াবহ ভিডিয়ো

দেখুন ভিডিও:

তিব্বত এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, "সমস্ত যাত্রী এবং বিমান কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কয়েকজন যাত্রীরা হালকা আঘাত লেগেছে। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।"