IPL Auction 2025 Live

Medieval 'Vampire' Found In Poland: গলায় হাসুয়া, পোলান্ডের গ্রামে মিলল 'ভ্যাম্পায়ারের' কঙ্কাল, বিস্ময়ে গবেষকরা

মৃত্যুর পর যাতে কেউ আর দ্বিতীয়বার পুনর্জন্ম নিতে না পারেন, তারজন্যই একাধিক প্রথা অবলম্বন করে কবর দেওয়া হত পোলান্ডে। যার মধ্যে অন্যতম গলার কাছে ধারাল কোনও বস্তু রেখে দেওয়া। আবার কখনও মৃতদেহ কবর দেওয়ার আগে তার মাথা থেঁতলে দেওয়া হত।

Vampire (Photo Credit: Twitter)

পোলান্ডের গ্রামে মিলল 'ভ্যাম্পায়ারের' (Vampire) কঙ্কাল। দক্ষিণ-পূর্ব পোলান্ডের (Poland) পায়িন নামের গ্রামে যে ভ্যাম্পায়ারের কঙ্কালটি চোখে পড়ে, তার গলায় গাঁথা রয়েছে হাসুয়া। পোলান্ডের গ্রামে মাটি খোঁড়ার পর যেভাবে ওই মহিলার কঙ্কাল বেরিয়ে এসেছে, তা দেখে গবেষকদের চোখ কপালে উঠেছে। যেভাবে ওই মহিলার দেহ নমাটির নীচে শোয়ানো রয়েছে, তা দেখেই কঙ্কালটি ভ্যাম্পায়ারের বলে মনে করছেন অনেকে। ভ্যাম্পায়ার বলে যে মহিলার কঙ্কাল মাটির নীচ থেকে উদ্ধার করা হয়েছে, তার মাথায় একটি টুপি রয়েছে। যা দেখে অনুমান, পোলান্ডের কোনও উচ্চ বংশে জন্ম হয় ওই মহিলার। সেই কারণেই তাঁর মাথায় ওই ধরনের আস্তরণের দেখা মিলেছে।

আরও পড়ুন: Tirupati Temple: ভিআইপি কোটায় দর্শনের নামে ১০,৫০০ দাবি, তিরুপতি মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ অভিনেত্রীর

মৃত্যুর পর যাতে কেউ আর দ্বিতীয়বার পুনর্জন্ম নিতে না পারেন, তারজন্যই একাধিক প্রথা অবলম্বন করে কবর দেওয়া হত পোলান্ডে। যার মধ্যে অন্যতম গলার কাছে ধারাল কোনও বস্তু রেখে দেওয়া। আবার কখনও মৃতদেহ কবর দেওয়ার আগে তার মাথা থেঁতলে দেওয়া হত।

সবকিছু মিলিয়ে মৃত্যুর পর যাতে কোনওভাবে আত্মার পুনর্জন্ম না হতে পারে, তার জন্যই পোলান্ডের বিভিন্ন গ্রামে একাধিক পন্থা অবলম্বন করে মৃত মানুষকে কবর দেওয়ার রীতি প্রচলিত ছিল।