হায়দরাবাদ, ৫ সেপ্টেম্বর: তিরুপতি মন্দিরে (Tirupati Temple) গিয়ে বালাজি দর্শন করতে লাগবে ১০,৫০০। নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা না করলে, ভাইপি কোটায় বালাজি দর্শন করতে দেওয়া হবে না। মডেল, অভিনেত্রী অর্চনা গৌতমকে তিরুপতি মন্দির কর্তৃপক্ষের তরফে এমনই জানানো হয় বলে অভিযোগ। অর্চনা গৌতম (Archana Gautam) বালাজি দর্শনে গেলে, তাঁকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর অর্চনা গৌতমকে ১০,৫০০ জমা করার নির্দেশ দেওয়া হয়। নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা না করলে, অর্চনা গৌতম কোনওভাবেই তিরুপতি দর্শন করতে পারবেন না বলে জানানো হয় মন্দির কর্তৃপক্ষের তরফে। নিজের ভিডিয়োতে এমনই দাবি করেন হস্তিনাপুর থেকে এক সময় কংগ্রেসের টিকিটে লড়াই করা অভিনেত্রী।
অর্চনা গৌতমের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
भारत के हिंदू धर्म स्थल लूट का अड्डा बन चुके हैं धर्म के नाम पर तिरुपति बालाजी मैं महिलाओं के साथ अभद्रता करते,यह टीटीडी के कर्मचारी पर कार्यवाही होनी चाहिए । मैं आंध्र गवर्नमेंट से निवेदन करती हूं।ओर यह VIP दर्शन के नाम पर 10500 एक आदमी से लेते है । इसे लूटना बंद करो । @INCIndia pic.twitter.com/zABFlUi0yL
— Archana Gautam (@archanagautamm) September 5, 2022
টিকিট কাটা সত্ত্বেও কেন অর্চনা গৌতমকে বালাজি দর্শন করতে দেওয়া হল না বলে প্রশ্ন তোলেন অভিনেত্রী। পাশাপাশি অন্ধ্রপ্রদেশে জগন মোহন রেড্ডির সরকার যাতে বষয়টির উপর নজর দেন, সেই আবেদনও জানান অর্চনা গৌতম।