BRICS: ব্রিকসে যোগ দিতে আবেদন তাইল্যান্ডের, আগ্রহী উত্তর কোরিয়াও
ইরান, ইজিপ্ট, ইথিওপিয়া এবং সংযুক্ত আরবআমিরশাহি সরকারীভাবে ব্রিকসে যোগ দিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপের সেরা দেশগুলিকে ছাড়াই ভারত, চিন, রাশিয়ার মত দেশের সঙ্গে জোট বেঁধে এগিয়ে যেতে আগ্রহ দেখাচ্ছে বিশ্বের বহু দেশ।
ধারেভারে বেড়ে উঠছে ব্রিকস (BRICS)। ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা- এই পাঁচটি দেশকে নিয়ে ২০০৯ সালে শুরু হয়েছিল ব্রিকস। এরপর দিন যত গিয়েছে, বছর যত গড়িয়েছে ব্রিকস ততই ধারেভারে বেড়েছে। ইউক্রেন আক্রমণ, ইজরায়েলের গাজা আগ্রাসনের পর দুনিয়া জুড়ে যখন যুদ্ধের আবহ, তখন ব্রিকসের গুরুত্ব অনেকটা বেড়েছে। ইরান, ইজিপ্ট, ইথিওপিয়া এবং সংযুক্ত আরবআমিরশাহি সরকারীভাবে ব্রিকসে যোগ দিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপের সেরা দেশগুলিকে ছাড়াই ভারত, চিন, রাশিয়ার মত দেশের সঙ্গে জোট বেঁধে এগিয়ে যেতে আগ্রহ দেখাচ্ছে বিশ্বের বহু দেশ।
এরপর একের পর এক দেশ ব্রিকসে যোগ দিতে আগ্রহ দেখাচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ তাইল্যান্ড এবার ব্রিকসে যোগ দিতে আবেদনপত্র জমা দিল। অর্থনৈতিক দিক থেকে ক্রমশ দুনিয়ার বড় শক্তি হয়ে ওঠার চেষ্টা করছে তাইল্যান্ড। শুধু পর্যটন নয় ভারী শিল্পেও দুনিয়া সেরার লড়াইয়ে ঢোকার চেষ্টা করছে ব্য়াঙ্ককের দেশ। আর তাই তাদের মজুত বিকল্প অর্থনীতির জোট ব্রিকস নিয়ে এত আগ্রহ বলে মনে করা হচ্ছে। এদিকে, নিজেদের আর নিজেদের মধ্যে আটকে না রেখে উত্তর কোরিয়াও ব্রিকসে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বলে খবর।
দেখুন খবরটি
ক দিন আগেই পুতিন উত্তর কোরিয়া সফরে যান। সেখানেই শাসক কিম জং উন ব্যক্তিগত কথার মাঝে পুতিনকে অনুরোধ জানা, উত্তর কোরিয়াকে যেন ব্রিকসে অন্তর্ভুক্ত করা হয়। পাকিস্তানও চেষ্টায় আছে তারা যাতে ব্রিকসে আসতে আবেদনপত্র জমা দিয়েছে।