Texas Shooting: টেক্সাসের স্কুলে বন্দুকবাজের হামলা, বাচ্চাদের খোঁজ নিতে উদভ্রান্তের মত ছোটাছুটি বাবা-মায়ের
টেক্সাসে বন্দুকবাজের হামলা খবর ছড়াতেই স্কুলের দিকে ছুটে যেতে শুরু করেন অভিভাবকরা। উদভ্রান্তের মত নিজেদের সন্তানের খোঁজ শুরু করেন তাঁরা। বন্দুকবাজের নলের মুখে বাচ্চাদের কী হল, তা জানতে স্কুলের দিকে ছুটে যেতে শুরু করেন একের পর এক অভিভাবক।
আমেরিকার টেক্সাসে (Texas) বন্দুকবাজের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। টেক্সাসে বন্দুকবাজের হামলার জেরে ইতিমধ্য়েই ২১ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেক। টেক্সাসে বন্দুকবাজের হামলায় ঘটনায় দুঃখপ্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ধরনের ঘটনায় তিনি ক্লান্ত বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
টেক্সাসে বন্দুকবাজের হামলা খবর ছড়াতেই স্কুলের দিকে ছুটে যেতে শুরু করেন অভিভাবকরা। উদভ্রান্তের মত নিজেদের সন্তানের খোঁজ শুরু করেন তাঁরা। বন্দুকবাজের নলের মুখে বাচ্চাদের কী হল, তা জানতে স্কুলের দিকে ছুটে যেতে শুরু করেন একের পর এক অভিভাবক। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই চোখে জল ধরে রাখতে পারেননি অনেকে।
আরও পড়ুন: Monkeypox: কোভিডের থাবা কাটতে না কাটতেই বিশ্বের ১৯টি দেশে থাবা বসাল মাঙ্কিপক্স
মেক্সিকো (Mexico) সীমান্ত থেকে মাত্র ১ ঘণ্টা দূরে টেক্সাসের এই স্কুল। জানা যায়, ওই বন্দুকধারী দুপুরের দিকে প্রথমে নিজের দিদাকে গুলি করে, তারপর সেখান থেকে স্কুলে ঢুকে হামলা চালায়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন ২১ জন। মৃতদের মধ্যে ১৮ জন শিশুও রয়েছে। তাদের বয়স ৭-১০ বছরের মধ্যে। এ ছাড়াও অনেকে আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।