Taliban: আফগানিস্তানে 'বিপথে' যুব সম্প্রদায়, টিকটক, পাবজি বন্ধ করছে তালিবান সরকার

আফগান যুব সম্প্রদায়কে বিপথে চালিত করছে টিকটক এবং পাবজির মত গেমিং অ্যাপ। সেই কারণে আফগানিস্তানের যুবসম্প্রদায় যাতে টিকটক এবং পাবজির মত গেমিং অ্যাপ ব্যবহার করতে না পারে, তার ব্যবস্থা করছে তালিবান ২.০ সরকার।

Taliban (Photo Credit: File Photo)

কাবুল, ২০ সেপ্টেম্বর: দেশের যুব সম্প্রদায়ের অধঃপতন হচ্ছে। এই অভিযোগে এবার টিকটকের (TikTok) মত সোশ্যাল মিডিয়া অ্যাপ বন্ধ করছে আফগানিস্তান। টিকটকের পাশাপাশি পাবজির মত গেমিং অ্যাপও বন্ধ করার পথে তালিবান সরকার। আগামী ৩ মাসের জন্য এই টিকটক এবং পাবজি বন্ধ করে দিতে পারে তালিবান সরকার। মিলছে এমন খবর।

আফগান (Afghanistan) যুব সম্প্রদায়কে বিপথে চালিত করছে টিকটক এবং পাবজির মত গেমিং অ্যাপ। সেই কারণে আফগানিস্তানের যুবসম্প্রদায় যাতে টিকটক এবং পাবজির মত গেমিং অ্যাপ ব্যবহার করতে না পারে, তার ব্যবস্থা করছে তালিবান ২.০ সরকার। বিবিসির খবর অনুযায়ী, আফগানিস্তানের যুব সম্প্রদায় যাতে কোনওভাবে বিপথে চালিত হতে না পারে, তার জন্যই এই ধরনের গেমিং অ্যাপ বন্ধ করার পথে হাঁটছে তালিবান (Taliban) সরকার। তালিবান সরকারের মুখপাত্র ইমানুললাহর তরফে সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে যখন টিকটক এবং পাবজি বন্ধ করার পথে হাঁটার কথা ঘোষণা করা হয়, তা নিয়ে শুরু হয়ে যায় জোর জল্পনা।

আগামী কয়েকদিনের মধ্যে আফগানিস্তান সরকার এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে। পাশাপাশি টিকটক এবং পাবজি নিষিদ্ধ করলে, তা প্রথমে ৩ মাসের জন্য নিষিদ্ধ হবে বল েজানানো হয়েছে।