Taliban: দেশি-বিদেশি সমস্ত NGO সংস্থায় মহিলা কর্মীদের নিয়োগ নিষিদ্ধ করল তালিবান
শনিবার আফগানিস্তানের তালিবান সরকারে পক্ষ থেকে সমস্ত বিদেশি ও দেশীয় বেসরকারি গ্রুপের কাছে একটি নির্দেশ পাঠানো হয়েছে। যেখানে অবিলম্বে সংস্থাগুলি থেকে মহিলা কর্মচারীদের বরখাস্ত করার কথা বলা হয়েছে।
কাবুল: আফগানিস্তানের (Afghanistan) সমস্ত বিশ্ববিদ্যালয়ে মহিলাদের প্রবেশের উপরে কয়েকদিন আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল তালিবান সরকার (Taliban government)। এবার আরও একদম এগিয়ে দেশের অভ্যন্তণে সাধারণ মানুষের সেবা নিযু্ক্ত দেশীয় ও বিদেশি (foreign) বেসরকারি স্বেচ্ছাসেবী (non-government NGO) সংস্থাগুলিতে মহিলাদের কাজের উপর নিষেধাজ্ঞা (ban) জারি করল তালিবান। যা নারীদের অধিকার (Woman's rights) ও স্বাধীনতার (freedoms) উপর নয়া আক্রমণ (latest Restriction) বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শনিবার আফগানিস্তানের তালিবান সরকারে পক্ষ থেকে সমস্ত বিদেশি ও দেশীয় বেসরকারি গ্রুপের কাছে একটি নির্দেশ পাঠানো হয়েছে। যেখানে অবিলম্বে সংস্থাগুলি থেকে মহিলা কর্মচারীদের বরখাস্ত করার কথা বলা হয়েছে।
আফগানিস্তানের অর্থমন্ত্রী (Economy Minister) কোয়ারি দিন মহম্মদ হানিফের (Qari Din Modammed Hanif) লেখা ওই অর্ডার উল্লেখ করা হয়েছে, যদি দেখা যায় কোন এনজিও (NGO) এই নির্দেশ মানছে না তাহলে আফগানিস্থানে তাদের কাজ চালানোর লাইসেন্স (operating licencs) বাতিল করা (revoked) হবে।
এই চিঠিতে যে বিষয়বস্তুর উল্লেখ করা হয়েছে তা সঠিক বলে জানিয়ে মন্ত্রকের মুখপাত্র (ministy Spokesman) আবদুল রেহমান হাবিব (Abdul Rahman Habib) জানান, মন্ত্রকের কাছে অনেক অভিযোগ এসেছে যাতে উল্লেখ করা হয়েছে, অনেক এনজিও-তে মহিলার যথার্থ হেডস্কার্ফ বা হিজাবব পড়ে আসছে না। তাই এই ধরনের নির্দেশ জারি করা হয়েছে। তবে এই নির্দেশ সমস্ত মহিলাকে মানতে হবে না শুধু আফগান মহিলারা এর আওতায় আসবে কিনা এখনও পষ্ট হয়েনি। এদিকে তালিবান সরকারের এই সিদ্ধান্তের বিরদ্ধে সরব হয়েছেন সারা বিশ্বের মানুষ।
বিক্ষেভ শুরু বয়েছে আফগানিস্তানের অন্দরেও। প্রতিবাদের সামিল মানষুদের আটকাতে কড়া পদক্ষেপ নিয়েছেব প্রশানন। আন্দোলনকারীদের উপর ব্যবহার হয়েছে জল কামানও।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)