IPL Auction 2025 Live

Taliban: আফগানিস্তানের আকাশসীমায় মার্কিন ড্রোন, অভিযোগ তালিবানের

সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেন মুজাহিদ৷ তিনি বলেন, আফগানিস্তানের আকাশসীমা দখল করছে মার্কিন ড্রোন৷ মাঝে মধ্যেই তাঁদের আকাশসীমার মধ্যে ঢুকে পড়তে দেখা যাচ্ছে মার্কিন ড্রোনকে৷

Zabiullah Mujahid (Photo Credit: Twitter)

কাবুল, ৩০ সেপ্টেম্বর: আফগানিস্তানের (Afghanistan) আকাশসীমা লঙ্ঘন করছে আমেরিকা৷ যা দোহায় (Doha) হওয়া আন্তর্জাতিক চুক্তি ভঙ্গের সামিল৷ এমনই অভিযোগ করলেন তালিবান মুখপাত্র তথা মন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ (Zabiullah Mujahid)৷

বুধবার সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের (US) বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেন মুজাহিদ৷ তিনি বলেন, আফগানিস্তানের আকাশসীমা দখল করছে মার্কিন ড্রোন৷ মাঝে মধ্যেই তাঁদের আকাশসীমার মধ্যে ঢুকে পড়তে দেখা যাচ্ছে মার্কিন ড্রোনকে৷ যা দোহার আন্তর্জাতিক শান্তি চুক্তি বিরোধী৷ আমেরিকা তাঁদের আকাশসীমায় প্রবেশ করে এয়ারস্ট্রাইকের পরিকল্পনা করছে কি? এমন প্রশ্নও তোলা হয় তালিবানের তরফে৷ তবে আমেরিকা যদি কোনওভাবে আপগানিস্তানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করে দ্বিতীয়বার, তাহলে তা বরদাস্ত করা হবে না বলেও মন্তব্য করেন মজাহিদ৷

আরও পড়ুন: Subhashree Ganguly: মালদ্বীপে শুভশ্রী, শেয়ার করলেন উষ্ণ ছবি

প্রসঙ্গত ১৫ অগাস্ট কাবুল দখল করে তালিবান৷ কাবুল দখলের পর ৩১ অগাস্ট আফগানিস্তান ছাড়ে শেষ মার্কিন বিমান৷ ২০ বছরের যুদ্ধের অবসান করে, ৩১ অগাস্ট মার্কিন বিমান কাবুল ছাড়ার পর, তালিবান (Taliban) নয়া সরকার গঠন করে এবং একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে শুরু করে৷