China: দ্বীপের চারপাশে সামরিক মহড়া কেন? চিনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ তাইওয়ানের

China (Photo Credit: File Photo)

তাইওয়ানের (Tiwan) চারপাশে সামরিক মহড়া শুরু করেছে চিন (China)। যার তীব্র বিরোধিতা করা হল তাইওয়ানের তরফে। চিন কেন তাইওয়ানের মতো একটি দ্বীপের চারপাশে এভাবে সামরিক মহড়া শুরু করে, তা নিয়ে তোলা হয় প্রশ্ন। প্রসঙ্গত মার্কিন প্রতিনিধি ন্যানসি পেলোসির তাইওয়ান সফরের আগে থেকেই চোখ রাঙাতে শুরু করে বেজিং। তবে বেজিংয়ের চোখ রাঙানি উপেক্ষা করে তাইপেইতে হাজির হন ন্যানসি পেলোসি। এরপর থেকে আমেরিকা, তাইওয়ানের সঙ্গে চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তাপ আরও বাড়তে শুরু করে।